মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হুঁশিয়ারি চীনের
ইনকিলাব ডেস্ক : তাইওয়ানের সঙ্গে ব্যবসায়িক ও রাজনৈতিক সম্পর্ক দৃঢ় করতে সে দেশে বিশাল আকারের প্রতিনিধি দল পাঠিয়েছে চেক রিপাবলিক। এদিকে চীনকে উপেক্ষা করে তাইওয়ানে প্রতিনিধি দল পাঠানোতে ক্ষোভ প্রকাশ করেছে তারা। আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানায়, রোববার ক‚টনৈতিক এবং ব্যবসায়িক আলোচনার জন্যই ইউরোপের ওই প্রতিনিধি দল তাইওয়ান পৌছায়। এমন সফরে চেকের সঙ্গে চীনের সম্পর্ক খারাপ হবে বলে সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানান, এক চীন নীতি লঙ্ঘনের জন্যে চরমম‚ল্য দিতে হবে। ডয়েচে ভেলে।
সুদানে শান্তিচুক্তি
ইনকিলাব ডেস্ক : সুদানে ১৭ বছর ধরে চলা সংঘাত অবসানের লক্ষ্যে সরকারের সঙ্গে শান্তিচুক্তি করতে সম্মতি দিয়েছে দেশটির প্রধান বিদ্রোহী গোষ্ঠী। দেশের পশ্চিম অঞ্চল দারফুর ও দক্ষিণাঞ্চলের সাউথ করদোফান ও ব্ল নিলের বিদ্রোহী গোষ্ঠীদের জোট সুদান বিপ্লবী ফ্রন্ট (এসআরএফ) শনিবার সরকারের সঙ্গে একটি শান্তিচুক্তিতে সই করেছে। সোমবার আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হবে প্রতিবেশী দেশ দক্ষিণ সুদানের রাজধানী জুবায়, যারা ২০১৯ সাল থেকে দুই পক্ষের মধ্যস্থতাকারীর ভ‚মিকা পালন করছে। সুনা।
সিনাইয়ে নিহত ৭৩
ইনকিলাব ডেস্ক : মিসরের সেনাবাহিনী রোববার জানিয়েছে, ইসলামিক স্টেট গ্রæপ প্রভাবিত এলাকা উত্তর সিনাইয়ে সা¤প্রতিক সামরিক অভিযানে ৭৩ কথিত জিহাদি নিহত হয়েছে। মিসরের সেনা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ২২ জুলাই থেকে ৩০ আগস্টের মধ্যে কথিত ‘সন্ত্রাসীদের ঘরবাড়ি’ লক্ষ্য করে এ সামরিক অভিযান চালানো হয়। এতে উত্তর সিনাইয়ে ৭৩ জিহাদি নিহত হয়। বিবৃতিতে আরও বলা হয়, অপর অভিযানে আরো জিহাদী নিহত হয়েছে। অভিযান চলাকালে সংঘর্ষে তিন কর্মকর্তা ও চার সৈন্য নিহত বা আহত হয়েছে। এএফপি।
২২ হাজার টাকা
ইনকিলাব ডেস্ক : মধ্যপ্রাচ্যের খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দেশ কাতার ন্য‚নতম মজুরি বাড়িয়ে শ্রম আইনে ব্যাপক পরিবর্তন এনেছে। নতুন আইনে ন্য‚নতম মজুরি ২৫ শতাংশ বাড়িয়ে এক হাজার রিয়াল বা ২২ হাজার ৬১৪ টাকা করা হয়েছে। আইএলও’র বরাতে এপি’র এক প্রতিবেদনে বলা হয়, দেশটিতে শ্রমিকদের জন্য ন্য‚নতম মজুরি এক হাজার কাতারি রিয়াল (২৭৫ মার্কিন ডলার) নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কাফালা বাতিলের সিন্ধান্তটি সরকারি গেজেট আকারে প্রকাশিত হলেও, আইনটি কার্যকর হতে কমপক্ষে আরো ছয় মাস সময় লাগবে। এপি।
বয়কটের আহ্বান
ইনকিলাব ডেস্ক : গণহারে করোনাভাইরাস পরীক্ষার পরিকল্পনা করেছে হংকং সরকার। একাজে সহায়তার জন্য চীন থেকে মেডিকেল স্টাফ আনা হচ্ছে। আর তাতেই আপত্তি জানিয়েছে হংকংয়ের আন্দোলনকারীরা। হংকংয়ের একটি সংগঠনের স্বাস্থ্যসেবা কর্মী এবং জোশুয়া ওংসহ বেশ কয়েকজন আন্দোলনকর্মী রোববার হংকংয়ের বাসিন্দাদেরকে সরকারের সর্বজনীন ভাইরাস পরীক্ষা বয়কটের আহ্বান জানিয়েছেন। হংকংয়ে করোনাভাইরাস সংক্রমণ কয়েক সপ্তাহ আগের তুলনায় হ্রাস পেতে শুরু করেছে।
দৈনিক নতুন শনাক্তও কমে এসেছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।