মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রোববার ছিল বিশ্ব গুম দিবস। এই দিবসে সারাবিশ্বের দেশে দেশে গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা তাদের হারিয়ে যাওয়া পরিবারের সদস্যদের উদ্ধারের দাবি জানান। এবং সীমিত আকারে পালিত হয় বিশ্ব গুম দিবস। এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘বিশ্বজুড়ে নিখোঁজ বা গুমের অপরাধ ঘটছে। প্রায় প্রতিদিন আমরা মানুষের নিখোঁজ হওয়ার খবর দেখতে পাই। এসব হাজারো মানুষের ভাগ্য এখনো আমাদের কাছে অজানা।’ গুম হওয়া ব্যক্তির সুরক্ষার আন্তর্জাতিক কনভেনশন অনুমোদনের জন্য বিশ্বের সব রাষ্ট্রের প্রতি আহ্বান জাতিসংঘের মহাসচিব। রোববার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে এক বিবৃতিতে এসব কথা বলেন জাতিসংঘের মহাসচিব। সংস্থাটির ওয়েবসাইটে দেয়া বিবৃতিটিতে গুতেরেস বলেন, ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পরিবেশ রক্ষাকর্মীরাও নিখোঁজ হচ্ছেন। হারিয়ে যাওয়া ব্যক্তিদের বেদনা বয়ে বেড়াচ্ছেন এখনো প্রিয়জনেরা।’ জাতিসংঘের মহাসচিব বলেন, ‘গুমের ঘটনায় অভিযুক্তদের দায়মুক্তি ভুক্তভোগীদের দুর্ভোগ ও মানসিক যন্ত্রণা বাড়িয়ে তোলে। গুমের ঘটনা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসারে পরিবার ও সমাজের অধিকার রয়েছে সত্যটা জানার।’ এসব ঘটনার তথ্য স্বজনদের জানাতে সঠিক দায়িত্ব পালনে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। গুম হওয়া ব্যক্তির সুরক্ষার আন্তর্জাতিক কনভেনশন অনুমোদনের জন্য বিশ্বের সব রাষ্ট্রের প্রতি আহ্বান জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘের উদ্যোগে ২০১১ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন করে আসছে। এদিন বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। তিনি বলেন, ‘গুম রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং নিখোঁজ ব্যক্তির সন্ধান ও তাদের স্বজনদের সহায়তায় আন্তর্জাতিক মানবাধিকারকর্মীদের প্রতি সদস্য দেশগুলোর আরও বেশি প্রচেষ্টা চালানো উচিত। গুমের ঘটনায় বিশ্বাসযোগ্য এবং নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত চালানোও উচিত।’ এএফপি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।