মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের (ডাব্লুটিও) মহাপরিচালক রবার্তো আজেভেদো সোমবার পদত্যাগ করেছেন। এর ফলে ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি নেতৃত্বহীন হয়ে পড়েছে। প্রতিষ্ঠানটি গত ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় সংকট মোকাবেলা করছে।
ডব্লিউটিও’র এই সঙ্কটের ফলে, করোনা মহামারির কারণে ইতিমধ্যে সৃষ্ট আর্থিক মন্দা আরও বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। তবে, ডাব্লিউটিওর পক্ষে এটি হতাশাজনক হলেও বিষয়টি উদ্বেগজনক নয় বলে মনে করছেন সেন্ট্রাল ফর ইন্টারন্যাশনাল গভর্নেন্স ইনোভেশন (সিআইজিআই) এর সভাপতি রোহিংটন মেধোরা। তিনি বলেন, ‘সংগঠনটি কিছু সময়ের জন্য দিশাহীন ছিল, বাস্তবে বেশ কয়েক বছর ধরেই ছিল এবং এখন তারা কার্যত নেতৃত্বহীন থাকবে।’ এর আগে, নতুন বিচারপতিদের নিয়োগের বিষয়ে ওয়াশিংটনের অবরোধের পরে ডাব্লুটিও’র আপিল আদালত, যা আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করে, স্তব্ধ হয়ে যায়। সূত্র: বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।