মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিশরে সেনা অভিযানে ৭৩ চরমপন্থি নিহত, ৭ সেনা হতাহত হয়েছে। উত্তর সিনাইয়ে ২২ জুলাই থেকে ৩০ আগস্ট এ অভিযান চালানো হয়। দেশটির সেনাবাহিনী রোববার বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। মিশরে ২০১৩ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কয়েকশ পুলিশ সদস্য, সেনা ও বেসামরিক নাগরিককে হত্যা করেছে চরমপন্থীরা। -এএফপি
২০১৮ সালের ফেব্রুয়ারিতে মিশরের নিরাপত্তা বাহিনী উত্তর সিনাইকে কেন্দ্র করে দেশব্যাপী অভিযান শুরু করে। সরকারি হিসাব অনুযায়ী, এ অঞ্চলে সামরিক অভিযানে ৯৩০ জনেরও বেশি সন্দেহভাজন চরমপন্থি নিহত হয়েছেন। এসব অভিযানে নিরাপত্তা বাহিনীরও কয়েক ডজন সদস্য প্রাণ হারান। মিসরের নিরাপত্তা কর্মকর্তারা জিহাদিদের বোঝাতে ‘তাকফিরি’ পরিভাষা ব্যবহার করে থাকে। এ অঞ্চলে সাংবাদিকদের প্রবেশের অনুমতি না থাকায় মৃতের সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করার কোনো সুযোগ নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।