Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩৮ দিনের সেনা অভিযানে মিশরে ৭৩ চরমপন্থি ও ৭ সেনা নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২০, ৭:৫৭ পিএম

মিশরে সেনা অভিযানে ৭৩ চরমপন্থি নিহত, ৭ সেনা হতাহত হয়েছে। উত্তর সিনাইয়ে ২২ জুলাই থেকে ৩০ আগস্ট এ অভিযান চালানো হয়। দেশটির সেনাবাহিনী রোববার বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। মিশরে ২০১৩ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কয়েকশ পুলিশ সদস্য, সেনা ও বেসামরিক নাগরিককে হত্যা করেছে চরমপন্থীরা। -এএফপি

২০১৮ সালের ফেব্রুয়ারিতে মিশরের নিরাপত্তা বাহিনী উত্তর সিনাইকে কেন্দ্র করে দেশব্যাপী অভিযান শুরু করে। সরকারি হিসাব অনুযায়ী, এ অঞ্চলে সামরিক অভিযানে ৯৩০ জনেরও বেশি সন্দেহভাজন চরমপন্থি নিহত হয়েছেন। এসব অভিযানে নিরাপত্তা বাহিনীরও কয়েক ডজন সদস্য প্রাণ হারান। মিসরের নিরাপত্তা কর্মকর্তারা জিহাদিদের বোঝাতে ‘তাকফিরি’ পরিভাষা ব্যবহার করে থাকে। এ অঞ্চলে সাংবাদিকদের প্রবেশের অনুমতি না থাকায় মৃতের সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করার কোনো সুযোগ নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ