Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুৎস্পৃষ্টে ৪ নির্মাণ শ্রমিক আহত

প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : ফরিদগঞ্জ পৌর এলাকার বাজারে প্রবাসী বাচ্চু মিয়ার আবাসিক বিল্ডিং-এ গতকাল রোববার সকালে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জন আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, রোববার সকালে বাচ্চু মিয়ার আবাসিক বিল্ডিংয়ে পৌর এলাকার নির্মাণ শ্রমিক মফিজ পাটওয়ারী (৪৫), ফারুক পাটওয়ারী (৪২), জাকির হোসেন (৫০) ও তার ছেলে পিয়াস হোসেন (২২) রাজমিস্ত্রীর কাজ করছিল। কাজের সময় বিল্ডিংয়ের বারিন্দার গ্রিলের সাথে তাদের শরীর লাগার সাথে সাথে তারা সবাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে পড়ে যায়। এ সময় অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মফিজ ও ফারুককে আশঙ্কাজনক আবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে। বাকি দু’জন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধী রয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎস্পৃষ্টে ৪ নির্মাণ শ্রমিক আহত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ