Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় দুর্নিতীর অভিযোগে অধ্যক্ষ বরখাস্ত

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২০, ৪:১০ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায দুর্নিতী ও অনিয়মের অভিযোগে নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আশুতোষ বিশ্বাস কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার সহকারি প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম ফকির সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন-

গত বৃহস্পতিবার গভর্নিংবডির সভাপতি এ্যডভোকেট শামিম শাহরিয়ার স্বাক্ষরিত এক নোটিশ পত্রে তাকে বরখাস্তের সিদ্ধান্ত গ্রহন করে সাত কার্য দিবসের মধ্যে কারন দর্শানোর জন্য জানানো হয়েছে।

নোটিশটি প্রতিষ্ঠানের দপ্তরিদের দিয়ে বার বার পাঠানো হলে অধ্যক্ষ আশুতোষ বিশ্বাস গ্রহন করতে রাজি না হওয়ায় তার বাস ভবন ও অফিস কক্ষে টাঙ্গিয়ে রাখা হয়েছে। এর আগে প্রতিষ্ঠানের নামে বরাদ্দ হওয়া সরকারি টি আর,কাবিখা,অনুদানের টাকা আত্মসাত ও নিয়োগ বানিজ্য সহ বিভিন্ন দুর্নিতীর অভিযোগ আনা হয়। এ ব্যপারে তাকে গভর্নিংবডির পক্ষ থেকে বার বার সতর্ক করা হলেও সবকিছু উপেক্ষা করে তিনি তার দুর্নিতী চালিয়ে যেতে থাকেন।

এ ব্যপারে নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যলয়ের সাময়িক বরখাস্ত হওয়া অধ্যক্ষ আশুতোষ বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন- গভর্নিংবডির সিদ্ধান্তের যথাযথ জবাব দিব।

গভর্নিংবডির সভাপতি এ্যডভোকেট শামিম শাহরিয়ার বলেন- তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নিতী ও অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় গভর্নিংবডির সিদ্ধান্ত অনুযায়ি তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ