Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার কলেজের মেধা তালিকায় নেহা কাক্কার!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২০, ১:১৫ পিএম

এবার কলকাতার মালদার মানিকচক কলেজে অনার্সে ভর্তির মেধা তালিকায় নাম এসেছে বলিউডের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী নেহা কাক্কারের। যা দেখে রীতিমতো অবাক কলেজ কতৃপক্ষ। এমনকি বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়েছে নেটদুনিয়াতেও।

জানা গিয়েছে, গেল ২৭ আগস্ট কলেজটি অনার্সের মেধা তালিকা প্রকাশ করে। এরপরই দেখা যায় ইংরেজি, এডুকেশন ও পাস কোর্সের তিনটি তালিকায় প্রথম স্থানে রয়েছেন নেহা কাক্কার।

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কলেজটির অধ্যক্ষ অনুরুদ্ধ চক্রবর্তী বলেন, কলেজের অনার্সে ভর্তির মেধা তালিকায় নেহা কাক্কারের নামটি আমাদের নজরে এসেছে। আমরা এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহন করতে যাচ্ছি। ইতোমধ্যে আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি।

তবে শুধু নেহা কাক্কারের নাম-ই নয়, এর আগে পশ্চিমবঙ্গের আশুতোষ কলেজের ইংরেজি বিভাগের স্নাতক কোর্সে নাম এসেছিলো বলিউড অভিনেত্রী সানি লিওনের। পাশাপাশি বজবজ কলেজে নাম আসে মিয়া খলিফারও। এ প্রসঙ্গে কলেজের তরফে জানানো হয়, কলেজের ঐতিহ্য এবং সুনামকে নষ্ট করার সুপরিকল্পিত প্রয়াস বলে অভিযোগ করে কলেজ কর্তৃপক্ষ।

এদিকে কলকাতার কলেজগুলোতে একের পর এক তারকাদের নাম আসাতে প্রশ্ন তুলছে বিজেপি। দলটির কথায়, বাংলার শিক্ষা ব্যবস্থা এখন তলানিতে। এমন পরিস্থিতি থেকে বাংলাকে খুব শিগগিরই উদ্ধার কর‍তে হবে। যদিও বিষয়টি নিয়ে কলকাতার মুখ্যমন্ত্রী মমতাকে পাল্টা কোনো মন্তব্য করতে দেখা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেহা কাক্কার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ