মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সউদী আরবে ১৭ এপ্রিল ৭৬২ জন শনাক্তের এই প্রথম করোনাভাইরাসে একদিনে আক্রান্তের সংখ্যা তিন অঙ্কে নেমে এসেছে। ওয়ার্ল্ডোমিটার্স ও সউদী আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গতকাল শনিবার সউদী আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৯৮৭ জন এবং এদিন মৃত্যুবরণ করেছেন ২৮ জন। চলতি মাসে এ নিয়ে ৩ দিন মৃত্যুর সংখ্যা ৩০-এর নিচে দেখা গেল। এর আগে গত ১৭ আগস্ট ২৮ এবং পহেলা আগস্ট ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।
এদিকে শনাক্ত ও মৃতের সংখ্যা হ্রাস পাওয়ায় সউদী আরবের সরকার ও জনগণের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। সেখানে অবস্থানরত বাংলাদেশিরাও আল্লাহ তা‘আলা শুকরিয়া আদায়সহ তার দরবারে এই মহামারি পরিপূর্ণভাবে তুলে নেয়ার জন্য দোয়া করছেন।
২ মার্চ প্রথম একজন শনাক্তের মধ্যে দিয়ে খাতা খোলা সউদী আরবে সর্বশেষ তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত মোট ৩ লাখ ১৩ হাজার ৯১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৪৪১ জন এবং ২৪ মার্চ ১ জনের প্রাণহানির মধ্য দিয়ে শুরু করে গতকাল পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৮৪০ জন।
অপরদিকে গতকাল রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাক্রান্ত হয়েছে ২ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার ১৪১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৭৩ লাখ ৪৩ হাজার ১৬৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ৮ লাখ ৪২ হাজার ৩৩৩ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।