মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশের মানুষ ঘরে বসে অফিসের কাজ করছে। তবে বিভিন্ন বৈঠক হচ্ছে অনলাইনে ভিডিওকলের মাধ্যমে। বিশেষ করে মার্কিন প্রযুক্তি জুম ভিডিওকলে কথা বলছেন অনেকে। আর এই ভিডিওকলের সময় ফিলিপাইনে নোংরামিতে এক কর্মকতাকে চাকরি হারাতে হয়েছে।
জানা গেছে, জুম কলে সহকর্মীদের সঙ্গে যুক্ত হওয়ার পর ফিলিপাইনের সরকারি একজন কর্মকর্তাকে তার সহকারীর সঙ্গে বিশেষ মুহূর্তে দেখা যায়। সেই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ইউটিউবে আপলোড হওয়ার পর বহু মানুষ দেখেছেন।
ফিলিপাইনের কাভিতে প্রদেশের ফাতিমা দস গ্রামের ওই বাসিন্দা বুঝতেই পারেননি যে, জুম ভিডিওকলে বৈঠক শুরু হয়ে গেছে। স্থানীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি টেবিলের উপর রাখা ছিল ল্যাপটপ। তাতে জুম বৈঠক শুরু হলে ওই ব্যক্তিকে বিশেষ মুহূর্তে দেখা যায়। গত ২৬ আগস্ট ঘটনাটি ঘটেছে।
ওই কর্মকর্তা ক্যামেরা বন্ধ রাখার জন্য ক্লিক করেছিলেন। তিনি মনে করেছেন, ক্যামেরা বন্ধ হয়েছে। কিন্তু আসলে তখন ক্যামেরা বন্ধ হয়নি। সে কারণে জটিল পরিস্থিতিতে পড়েছেন তিনি। এ ঘটনার জেরে তাকে বরখাস্ত করা হয়েছে। সূত্র : দ্য সান ইউকে/এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।