Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেপ্টেম্বরেই নতুন কোচ পাচ্ছেন সালমারা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

বাংলাদেশ নারীে ক্রিকেট দলের কোচ নেই প্রায় দুইমাস। তবে এবার এ আক্ষেপ ঘুচছে। সালমা-রুমানাদের জন্য সুখবর, সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে নতুন কোচ পাচ্ছেন তারা। তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি বলেন, ‘মেয়েদের কোচ নিয়োগের প্রক্রিয়া অনেকটাই শেষের দিকে। আশা করি সেপ্টেম্বরের মাঝামাঝিতে আমরা নতুন কোচ নিয়োগ দিতে পারবো।’ নতুন এই কোচ কোন দেশের, কী তার নাম? এমন প্রশ্নে বিসিবির এই পরিচালকের উত্তর, ‘টেকনিক্যাল কারণে কোচের নাম এই মুহুর্তে আমরা বলতে পারছি না। তবে এতটুকু বলতে পারি, যাকে আমরা নিয়োগ দেবো তিনি আমাদের জন্য ভালোই হবেন। আমাদের ক্রিকেট সম্পর্কে ধারণা আছে, এমন কাউকেই আমরা বেছে নিচ্ছি।’
গত বিশ্বকাপ পর্যন্ত ভারতের অঞ্জ জৈনের সঙ্গে চুক্তি ছিল বিসিবির। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বাজে ফল হওয়ায় নতুন করে চুক্তি নবায়নের ইচ্ছে ছিল না বিসিবির। বিসিবির মনোভাব বুঝতে পেরে গত জুনে বাংলাদেশ নারী ক্রিকেট দলের দায়িত্ব ছেড়ে দেন সাবেক ভারতীয় এই ক্রিকেটার। তারপর থেকেই হন্যে হয়ে সালমাদের জন্য কোচ খুঁজতে শুরু করে বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থা। তবে এই মুহুর্তে মেয়েদের কোচ নিয়োগ প্রক্রিয়া শেষের দিকে বলেই জানান শফিউল আলম চৌধুরী নাদেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ