Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পন্ড ম্যাচে ব্যান্টন-ঝড়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

এক ইনিংসে খেলা হলো ১৬.১ ওভার। ম্যাচটিকে পরিত্যক্ত বলার কারণ নেই। নামের পাশে বসেছে ‘নো রেজাল্ট’ শব্দযুগল। মানে কোনও ফল হয়নি! বৃষ্টির কারণে দুই আম্পায়ার ১ ঘণ্টা ২১ মিনিট পর যখন এভাবে ম্যাচের শেষ টানলেন, ইংল্যান্ড এরই মধ্যে তুলেছে ৬ উইকেটে ১৩১ রান। বৃষ্টির আগে ওল্ড ট্রাফোর্ডে ঝড় তুলেছেন ওপেনার টম ব্যান্টন। জেসন রয় দুদিন আগে তার বাম পাঁজরের দিকের পেশিতে চোট না পেলে হয়তো যার খেলাই হতো না এ ম্যাচে।
টস জিতে সন্ধ্যায় বোলিং নিয়েছিলেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজম। টসের সময় ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগানও বলেছিলেন টস জিতলে তিনিও নিতেন বোলিং। সুতরাং বোঝাই যাচ্ছিল ধুন্ধুমার ব্যাটিং হয়তো হবে না, কন্ডিশন সাহায্য করবে বোলারদের। দলের তিন রানে ওপেনার জনি বেয়ারস্টোকে (২) নিজের বোলিংয়েই তালুবন্দি করেন বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম সে ইঙ্গিতও দিয়েছিলেন। তবে দ্বিতীয় উইকেটে ডেভিড মালান (২৩) ৭১ রানের জুটি গড়ে বিদায় নিলে মনে হচ্ছিল অনেক বড় রান করবে ইংল্যান্ড! এক প্রান্ত থেকে হাঁকিয়ে যাচ্ছিলেন ব্যান্টন। শাদাব খানের লেগস্পিনে ক্যাচ দেওয়ার আগে ২১ বছর বয়সী ব্যাটসম্যান চার বাউন্ডারি ও পাঁচ ছক্কায় ৪২ বলে করে গেছেন ৭১ রান। মাত্র চতুর্থ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার সর্বোচ্চ, অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটেই এটি তার সর্বোচ্চ ইনিংস। অনেকটা কেভিন পিটারসেনের ‘কার্বন কপি’ ডানহাতি ৬টি ওয়ানডেও খেলেছেন, যেখানে সর্বোচ্চ রান ৫৮।
এর পর প্রতিশ্রুতি অনুযায়ী এগোতে পারেনি ইংল্যান্ড। পাকিস্তানের স্পিনাররাই বাধা হয়ে দাঁড়ান ইংলিশ ব্যাটসম্যানদের সামনে। অধিনায়ক মরগানকে (২৩) ফিরিয়েছেন অফস্পিনার ইফতিখার। মঈন আলীকে (৮) শাদাব, লুইস গ্রেগরিকে (২) ইমাদ। এর পরই বৃষ্টি পন্ড করেছে খেলা। আজ ও মঙ্গলবার অনুষ্ঠেয় বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচই নির্ধারণই করবে সিরিজের ফল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ