Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৃত্যুভয়ে চুল কাটান না ৮০ বছর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে লকডাউনের মধ্যে বেশির ভাগ মানুষ চুল কাটাতে পারেননি। মাত্র কয়েক মাস চুল কাটাতে না পেরে অনেকেই হাঁপিয়ে উঠেছে। তবে ৮০ বছর ধরে চুল না কাটিয়ে দিব্যি রয়েছেন ভিয়েতনামের এক ব্যক্তি। ম‚লত মৃত্যুর ভয়ে চুল কাটানো বাদ দিয়েছেন তিনি। বর্তমানে তার বয়স ৯২ বছর। ভিয়েতনামের মিকং ডেল্টা এলাকার বাসিন্দা এনগুয়েন ভ্যান চিয়েন নামের ঐ ব্যক্তির চুলের বর্তমান দৈর্ঘ্য ৫০ মিটার! রয়টার্সকে এনগুয়েন বলেন, আমি বিশ্বাস করি যে, চুল কেটে ফেলার পর মারা যাব। সেই কারণে কখনোই চুল কাটানোর ঝুঁকি নেওয়ার সাহস করিনি।
তিনি বলেন, আমি শুধু চুলের যত্ম নিয়েছি, চুল নষ্ট যেন না হয়ে যায়, সেজন্য ঢেকে রাখি। মাঝে মধ্যেই পরিষ্কার রাখি, যেন দেখতে ভালো লাগে। এনগুয়েন বলেন, স্কুলে যাওয়া শুরু করার পর চুল কেটে ফেলার চাপ আসে। কিন্তু পরে আর আমি চুল কাটিনি। আমি মনে করি, চুলের সঙ্গে মৃত্যুর একটা সম্পর্ক রয়েছে। দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ