Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোহামেডানে আরেক মৌসুম মালির সোলেমান

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২০, ৯:০২ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র দ্বাদশ সংস্করণ বাতিল হলেও কয়েকটি ক্লাবে এখনো রয়ে গেছেন কিছু বিদেশি ফুটবলার। আন্তর্জাতিক ফ্লাইটের নিষেধাজ্ঞার কারণে খেলা না থাকলেও তাদের ঢাকায় থাকতে হচ্ছে। তবে মোহামেডানের মালির ফরোয়ার্ড সোলেমান দিয়েবাতের অপেক্ষা ফুরোচ্ছে। ফ্লাইট পেয়েছেন তিনি। ৩১ আগস্ট রাতে ঢাকা ছাড়বেন সোলেমান। মোহামেডানের ফুটবল দলনেতা আবু হাসান চৌধুরী প্রিন্স এ তথ্য জানান।

ঢাকা ছাড়ার আগেই অবশ্য আগামী মৌসুমে মোহামেডানের জার্সিতে খেলার চুক্তিটা সেরে ফেলেছেন সোলেমান। শনিবার বিকেলে আগামী মৌসুমে খেলার চুক্তিপত্রে স্বাক্ষরের পর তার হাতে দেশে ফেরার টিকিট তুলে দেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্যতম পরিচালক এবং স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। এ সময় আবু হাসান চৌধুরী পিন্টু ছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক খেলোয়াড় ইমতিয়াজ সুলতান জনি, গোলরক্ষক কোচ নিজাম মজুমদারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ