মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের আলিবাবা গ্রুপ ভারতীয় কোম্পানিতে বিনিয়োগের পরিকল্পনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতে নামকরা বেশ কয়েকটি স্টার্ট আপের পেছনে আলিবাবার ব্যাপক অবদান থাকলেও, অন্তত আগামী ছয় মাসের জন্য সেখানে বিনিয়োগ করতে তারা কোন নতুন তহবিল গঠন করবে না। তবে, এই কোম্পানিগুলোতে শেয়ার কমানো বা আগের বিনিয়োগ তুলে নেয়ার কোনো পরিকল্পনা চীনা এই প্রতিষ্ঠানটির নেই বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমটি। এদিকে শুধু আলিবাবাই নয়, চীনের অনেক প্রতিষ্ঠানই আপাতত ভারতে বিনিয়োগ স্থগিত করছে। ভারতে কোনো ব্যবসা চালু বা নতুন করে বিনিয়োগের পরিকল্পনা নেই অনেক প্রতিষ্ঠানের। এমনকি যেসব ভারতীয় কোম্পানিতে বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছিল সেগুলোও স্থগিত রাখা হয়েছে। ভারতে বেশ কিছু নতুন কোম্পানিতে বিনিয়োগ ছিল আলিবাবার। কিন্তু আলিবাবার নতুন সিদ্ধান্তের কারণে বেশ ধাক্কা খেতে চলেছে এসব প্রতিষ্ঠান। আগামী কয়েক মাসে নতুন করে কোনো বিনিয়োগের কথা ভাবছে না তারা। এশিয়ার বৃহত্তম অর্থনীতির দুই দেশের মধ্যে সম্পর্কের বৈরিতার কারণে বিনিয়োগ স্থগিতের কথা ভাবছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্টও। এদিকে, চীনের কাছ থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত। দেশটির তেল শোধনাগারগুলো এখন আর চীনের বিক্রেতাদের কাছ থেকে অপরিশোধিত জ্বালানি তেল কিনছে না। চীনের সঙ্গে সীমান্তে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর নয়াদিল্লি সীমান্তবর্তী দেশগুলো থেকে তেল আমদানি না করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়। এর ভিত্তিতেই চীনের কোনো কোম্পানির কাছ থেকে অপরিশোধিত তেল নিচ্ছে না দেশটি। এ ব্যাপারে ভারতীয় কোন গণমাধ্যম আলিবাবার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন মন্তব্য না পেলেও নিজস্ব স‚ত্রে এ তথ্য নিশ্চিত করেছে তারা। দুই দেশের সীমান্ত সহিংসতা নিয়ে বৈরিতা আর ঝুঁকি তৈরি হওয়ার পাশাপাশি কোভিড আতঙ্কে বাজার পরিস্থিতি ভালো না থাকায় চীনা কোম্পানিগুলো এই সিদ্ধান্তে ঝুঁকছে বলে জানিয়েছে তারা। কোম্পানিগুলোর অসমর্থিত স‚ত্র বলছে, অন্তত এই বছর ভারতে বিনিয়োগের কথা তারা ভাববে না। তবে বিনিয়োগ বন্ধ করে বা তুলে নেয়ার কোন পরিকল্পনা নেই চীনা প্রতিষ্ঠানগুলোর। টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।