Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৫ সেপ্টেম্বরের দিকে নতুন প্রধানমন্ত্রী বাছাই

আবের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানালেন ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সদ্য পদত্যাগ করা জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, শিনজো আবের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানাতে চাই। সে আমার ভালো বন্ধু। আমাদের খুব চমৎকার সম্পর্ক ছিলো এবং এ জন্য আমার খারাপ লাগছে । আবেকে দেশ প্রেমিক উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি কল্পনা করতে পারছি না যে কি হলো এটা। তবে সে ভদ্রলোক এবং তাকে আমি সর্বোচ্চ শ্রদ্ধা জানাচ্ছি। উল্লেখ্য, স্বাস্থ্যগত কারণে শুক্রবার পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। যদিও ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত আবের জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল তার। অপর এক খবরে বলা হয়, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তার উত্তরস‚রি কে হবে এখনও জানা যায়নি। আগামী ১৫ সেপ্টেম্বরের দিকে দেশটির ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন বলে শনিবার জানিয়েছে বার্তা সংস্থা কিয়োডো। পার্লামেন্টের নিম্নকক্ষে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় এই দলটি থেকে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন এর প্রেসিডেন্ট। তবে তা কে হতে যাচ্ছেন সেটা সংবাদ সম্মেলনে বলেননি আবে। কিয়োডো বলছে, সব দৃশ্যপট বিশ্লেষণ করে তারা ১৫ সেপ্টেম্বরের দিকে নির্বাচন হতে যাচ্ছে বলে মনে করছে। তবে এই নির্বাচনের ফরম্যাট কী তা নির্ধারণ হবে মঙ্গলবার এবং ওইদিনই দিনতারিখ চ‚ড়ান্ত করা হবে। প্রসঙ্গত, সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা এই দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন। সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদি সুগা ও প্রতিরক্ষামন্ত্রী টারো কোনোকে ভাবা হচ্ছে। উপপ্রধানমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী তারো আসো জানিয়ে দিয়েছেন, আবের উত্তরস‚রি হওয়ার দৌড়ে তিনি থাকছেন না। রয়টার্স, কিয়োডো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ