মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্লেকের হাতকড়া
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের উইসকনসিনের কেনোশা শহরে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার গুলিতে আহত কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেকেকে হাতকড়া পরিয়েই হাসপাতালে চিকিৎসা দেওয়ায় সমালোচনার ঝড় বইছিল। শুক্রবার হাসপাতালে তার হাতকড়া খুলে দেওয়া হয়েছে। কেনোশার পুলিশ বলেছিল, আগের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আইন মেনে ব্লেকেকে হাতকড়া পরানো হয়েছিল। শুক্রবার তার আইনজীবী মার্কিন সংবাদমাধ্যমকে জানান, ওই পরোয়ানাগুলো প্রত্যাহার করে তার নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। বিবিসি।
গোয়েন্দা ঘাঁটি
ইনকিলাব ডেস্ক : ইয়েমেনের সুকুত্রা দ্বীপে গোয়েন্দা ঘাঁটি গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ করছে সংযুক্ত আরব আমিরাত ও ইহুদিবাদি ইসরাইল। ইহুদি ও ফরাসি ভাষাভাষীর অফিসিয়াল ওয়েবসাইট জেফোরামের এক প্রতিবেদনের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, প্রস্তাবিত গোয়েন্দা ঘাঁটিটি দক্ষিণ ইয়েমেন থেকে ৩৫০ কিলোমিটার দ‚রে আরব সাগরে স্থাপন করা হবে। এ লক্ষ্যে ইসরাইল ও আমিরাত প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করছে। মিডল ইস্ট মনিটর।
দাবি যুক্তরাষ্ট্রের
ইনকিলাব ডেস্ক : রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়ছে উত্তেজনা। আলাস্কার উপক‚লে রাশিয়ার একটি যুদ্ধবিমানকে প্রতিহত করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার রুশ টু-১৪২ মডেলের বিমানটি প্রায় পাঁচ ঘণ্টা এই অঞ্চলে অবস্থান করে। বিমানটি উপস্থিতি টের পেয়ে ধাওয়া করে মার্কিন এফ-২২ স্টেলথ অত্যাধুনিক যুদ্ধবিমান। উত্তর আমেরিকান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা- এনওআরএডি জানিয়েছে, রুশ জঙ্গি বিমান যুক্তরাষ্ট্র বা কানাডার আকাশসীমায় প্রবেশ করেনি। আলাস্কার ৫০ নটিক্যাল মাইলের মধ্যে এসেছিল, তবে আন্তর্জাতিক আকাশসীমাতে অবস্থান করেনি। ওয়েবসাইট।
লরায় নিহত ১৪
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও টেক্সাস অঙ্গরাজ্যে হারিকেন লরার আঘাতে কমপক্ষে ১৪ জন প্রাণ হারিয়েছেন। কর্তৃপক্ষ ও স্থানীয় সংবাদ মাধ্যম শুক্রবার এ কথা জানিয়েছে। লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ড তার রাজ্যে কমপক্ষে ১০ জনের প্রাণ হারানোর কথা নিশ্চিত করেছেন। এদের অর্ধেকই মারা গেছে জেনারেটরের বিষাক্ত কার্বন মনো-অক্সাইডের কারণে। বাড়িতে গাছ ভেঙে পড়ে ও পানিতে ডুবে বাকিদের মৃত্যু হয়েছে। এছাড়া রাজ্যটিতে চার লাখ ৬৪ হাজার ৮১৩ গ্রাহক শুক্রবার বিদ্যুৎ বিহীন অবস্থায় ছিল। রয়টার্স।
৪০ ডলফিন
ইনকিলাব ডেস্ক : জাপানের একটি জাহাজ থেকে তেল ছড়িয়ে পানি দ‚ষিত হওয়ার জেরে প‚র্ব আফ্রিকার দেশ মরিশাসের একটি দ্বীপের কাছে অন্তত ৪০টি ডলফিন মারা গেছে। পরিবেশবাদীরা বলছেন, জাপানের তেলবাহী জাহাজের ব্যাপারে তদন্ত হওয়া দরকার। চলতি বছরের জুলাই থেকে ওইসব জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ছে। গত সোমবারও একটি জাহাজ ছিদ্র হয়ে বিপুল পরিমাণ তেল পড়ে গেছে। একজন জেলে বলেন, একটি ডলফিনের বাচ্চা অসুস্থ হয়ে গেছে। মা ডলফিন তাকে ছেড়ে যাচ্ছে না৩। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।