Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের উহান নগরীর সব স্কুল খুলছে মঙ্গলবার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২০, ৮:৩৭ পিএম

চীনের উহান নগরীর সব স্কুল খুলছে মঙ্গলবার।স্থানীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার নগরীর ২,৮৪২টি শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় খুলে দেয়া হবে। ফলে উহানের প্রায় ১৪ লাখ শিক্ষার্থী আবারও স্কুলে ফেরার সুযোগ পাচ্ছে। -ডেকান হেরাল্ড, সিনহুয়া
এছাড়া উহান বিশ্ববিদ্যালয়ও সোমবার খুলে দেয়া হবে বলে জানা গেছে। শহর কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদেরকে স্কুলে আসার জন্য মাস্ক পরার পরামর্শ দেয়া হয়েছে এবং সম্ভব হলে গণপরিবহন এড়িয়ে চলতে বলা হয়েছে। এছাড়া স্কুলগুলোকেও রোগ নিয়ন্ত্রণে সকল ব্যবস্থা রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় ভিড়ের বিষয়ে কঠোর হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে স্কুলগুলোকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। জানা গেছে, যে সব বিদেশী শিক্ষার্থী এবং শিক্ষক কোনো নোটিস পাননি তারা স্কুল খুলে গেলেও ফিরতে পারবেন না।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরেই প্রথম করোনাভাইরাসের উৎপত্তি হয় বলে ধারণা করা হয়। গত এপ্রিল মাসে উহানে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে। ১৮ মের পর থেকে হুবেই প্রদেশের রাজধানীটিতে স্থানীয়ভাবে করোনাভাইরাসের সংক্রমণ হয়নি। তাই সামগ্রিক দিক বিবেচনা করে, মঙ্গলবার থেকে খোলে দেয়া হচ্ছে উহানের স্কুল সমূহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ