Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারুণ্যের অন্তরের গভীরে চীনের প্রতি ভালোবাসার বীজ বপন করতে হবে : শি জিনপিং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২০, ৭:৩০ পিএম

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তিব্বতের বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের প্রচেষ্টায় নিয়োজিত রয়েছে চীন। তিনি বলেন, তারুণ্যের অন্তরের গভীরে চীনের প্রতি ভালোবাসার বীজ বপন করতে হবে। তিনি শনিবার দলের উর্ধ্বতন নেতাদের সাথে এক সভায় তিব্বতের স্থিতিশীলতা, জাতীয় ঐক্যকে সমুন্নত করা এবং জনগণকে বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার জন্য ‘দুর্জয় দুর্গ’ গড়ে তোলার আহবান জানিয়েছেন। -সিনহুয়া, টাইমস অব ইন্ডিয়া

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ায় প্রকাশিত প্রতিবেদনে শি’র উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তিব্বতের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক ও আদর্শগত শিক্ষা প্রচলনের জন্য গুরুত্ব দিতে বলেন তিনি। শি বলেন, ভূখণ্ডটিতে কমিউনিস্ট পার্টির ভূমিকা বাড়াতে হবে এবং জাতিগত সমন্বয় তৈরি করতে হবে। ঐক্য, প্রগতি, সুসভ্যতা, একতাবদ্ধতা এবং নতুন একটি চমৎকার, আধুনিক ও সমাজতান্ত্রিক তিব্বত গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন শি। তিনি বলেন, চীনের আদলে তিব্বতের বুদ্ধবাদকে সমাজতান্ত্রিক ধাচে গড়ে তুলতে হবে।

জানা যায়, ১৯৫০ সালে তিব্বতের শাসনভার হাতে নেয় চীন। এটাকে চীন বলেছে তিব্বতের শান্তিপূর্ণ স্বাধীনতা। এর মাধ্যমে হিমালয় অঞ্চলের এ দেশটিতে সামন্ততন্ত্রের অবসান ঘটে। কিন্তু দালাই লামার অনুসারী সমালোচকরা এটাকে বলছেন, ‘সাংস্কৃতিক গণহত্যা।’ তিব্বতের ভবিষ্যতের শাসনব্যবস্থা নিয়ে কমিউনিস্ট পার্টির উর্ধ্বতন নেতাদের বৈঠকে তিনি প্রাপ্তি ও তিব্বতের সম্মুখ ভাগের কর্মকর্তাদের প্রশংসা করেন। একইসঙ্গে তিনি আঞ্চলিক ঐক্যকে আরো শক্তিশালী করার পরামর্শও দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ