Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের ৭ গুলির প্রতিবাদে বিক্ষোভকারীদের ‘দুর্বৃত্ত’ বললেন ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২০, ৭:১৫ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের ৭ গুলির প্রতিবাদে বিক্ষোভকারীদের ‘দুর্বৃত্ত’ বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসের দক্ষিণ লনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীতার মনোনয়ন গ্রহণের ভাষণ দিচ্ছিলেন ট্রাম্প। ট্রাম্পের ভাষণে বিঘ্ন ঘটানোর জন্য হোয়াইট হাউসের বাইরে স্লোগান দিচ্ছিলেন বিক্ষোভকারীরা। -টিআরআইওয়ার্ল্ড

মাঝে মাঝে হর্ণ বাজিয়ে প্রতিবাদ জানান তারা, যা কিনা দক্ষিণ লনের অতিথিদের কানে পৌঁছে গিয়েছিলো। শুক্রবার নিউহ্যাম্পশায়ারে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেয়ার সময় ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন, ওই সময় যারা বিক্ষোভ করছিলেন তারা মোটেও শান্তিপূর্ণ ছিলেন না। তারা ছিলো দুর্বৃত্ত। বৃহস্পতিবার রাতে ট্রাম্পের ভাষণ শেষে হোয়াইট হাউস থেকে বের হয়ে আসার পথে কেনটাকির সিনেটর র‌্যান্ড পল ও তার স্ত্রীকে আক্রমণ করে বিক্ষোভকারীরা। ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা পলকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এই সময় পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যান।
কেনটাকিতে মার্চে কৃষ্ণাঙ্গ নারী ব্রেওনা টেইলরের হত্যা, মে মাসে মিনিয়াপোলিসে যুবক জর্জ ফ্লয়েডের হত্যা এবং গত সপ্তাহে কেনোসাতে জ্যাকব ব্লেকের ওপর পুলিশি নৃশংসতার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের রাজ্যে রাজ্যে বিক্ষোভ চলছে। বর্ণবাদী অবিচারের প্রতিবাদে দেশটির বাস্কেটবল এসোসিয়েশন খেলা বয়কট করেছে। ট্রাম্প অভিযোগ করেছেন, সংস্থাটির রাজনৈতিক কর্মকাণ্ড খেলাকে ধ্বংস করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ