Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্ধ হলো ১৯৪ বছর পুরনো ‘লর্ড এন্ড টেইলর’এর সকল স্টোর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২০, ৬:৪৯ পিএম

বন্ধ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯৪ বছরের ঐতিহ্যবাহী ‘লর্ড এন্ড টেইলর’এর সকল স্টোর। প্রথম মার্কিন ডিপার্টমেন্টাল স্টোর এই লর্ড এন্ড টেইলর। এখন দেউলিয়া হয়ে পড়েছে কোম্পানিটি। ইতোমধ্যে ৩৮টি স্টোর বন্ধ করে দেয়া হলেও অনলাইনে কেবল তরল পণ্য বিক্রি অব্যাহত রেখেছে এটি। -সিএনএন

অথচ গত সপ্তাহেও ১৪টি স্টোর খোলা রাখার কথা বলেছিল লর্ড এন্ড টেইলর কতৃপক্ষ। এক বিবৃতিতে লর্ড এন্ড টেইলরের প্রধান পুনর্গঠন কর্মকর্তা এর ক্রেমার বলেন, প্রচলিত বাণিজ্য ব্যবস্থার বিকল্প উৎস অনুসরণ করার জন্যে আমাদের এ ধরনের সিদ্ধান্ত নিতে হয়েছে। অনলাইনসহ বিভিন্ন ধরনের নিত্যনতুন ব্যবসায়ীক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যেতে হবে। এজন্য পর্যায়ক্রমে প্রথমে ১৯ ও পরবর্তীতে ২৪টি স্টোর বন্ধ করা হয়। এখন বাকিগুলো বন্ধ করে দেয়া হচ্ছে।

নিউইয়র্কে ১৮২৬ সালে লর্ড এন্ড টেইলর প্রথম স্টোর চালু করে। নিত্যনতুন ফ্যাশনের জন্যে এ কোম্পানিটি ছিল শীর্ষস্থানীয়। এখন স্টোরগুলোর বন্ধের জন্যে ব্যাপক সাশ্রয়ীমূল্যে পণ্যগুলো বিক্রি করে দেয়া হচ্ছে। ব্রিটেন থেকে স্যামুয়েল লর্ড ও জর্জ ওয়াশিংটন টেইলর যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে আসেন এবং এ কোম্পানিটি গড়ে তোলেন। আশি বছরের মধ্যে কোম্পানিটির সম্প্রসারণ ৬গুণ বৃদ্ধি পায়। ১৯১৪ সালে টাইম স্কয়ারে এর বিশাল স্টোর সবার নজর কাড়ে। এর ১০ বছর আগেই কোম্পানিটি পুঁজিবাজারে লেনদেন শুরু করেছিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডরোথি শেভার নামে এক নারীর নেতৃত্বে কোম্পানিটি তার বাণিজ্য ব্যাপকভাবে সম্প্রসারণ করে এবং বিভিন্ন শহরতলীতে শাখা খোলে। তবে কমমূল্যে পণ্য সরবরাহের প্রতিযোগিতার মুখে পড়ে আজ দেউলিয়া লর্ড এন্ড টেইলর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ