Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পায়রা বন্দর আবসনে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কলাপাড়া(পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২০, ৩:২৩ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রাবন্দর আবাসনে কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মো.মোতালেব সর্দার (৬৫) নামে এক শ্রমিক’র মৃত্যু হয়েছে । শনিবার দুপুরের দিকে ধুলাসার ইউনিয়নের পূর্ব ধুলাসার গ্রামে এ ঘটনা ঘটে। তার বাড়ী বরগুনার জেলার আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে। এ ঘটনায় কলাপাড়া থানায় ইউ.ডি মামলা হয়েছে । 

স্থানীয়দের সূত্রে জানা গেছে, পায়রাবন্দর আবাসনের ৯ এবং ১০ নাম্বার প্যাকেজের নির্মানাধীন আবাসনের একতলার ছাদ থেকে পড়ে শ্রমিক মোতালেব সর্দার গুরুতর আহত হয় । তাৎক্ষনিক অন্যশ্রমিকরা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় ইউ.ডি মামলা হয়েছে । তবে ঘটনাটি কিভাবে ঘটেছে জানতে চাইলে বিস্তারিত জানাতে সময় লাগবে বলে তিনি জানান ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রমিকের মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ