Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করোনায় আক্রান্ত

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২০, ৩:১৯ পিএম

দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তিনি কয়েক দিন ধরে জ্বর, সর্দিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

গত বৃহস্পতিবার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এজাজ আহমেদের করোনাভাইরাসের শনাক্তকরণের পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করে কুষ্টিয়ায় ল্যাবে পাঠানো হয়। পরে পিসিআর ল্যাব থেকে গতকালের পাঠানো প্রতিবেদনে তাঁ করোনা পজিটিভ উল্লেখ করা হয়। এজাজ আহমেদ উপজেলার তারাগুনিয়া শালিমপুর গ্রামের নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তিনি কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক সাংসদ ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদের ছোট ছেলে।মুঠোফোনে যোগাযোগ করা হলে এজাজ আহমেদ বলেন, ২২ আগস্ট তিনি শরীরে জ্বর অনুভব করেন। এরপর সর্দি হয়। করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে তিনি পজিটিভ শনাক্ত হন। বর্তমানে জ্বর না থাকলেও শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন। বসে থাকতে পারছেন না। চিকিৎসকের পরামর্শে তিনি ব্যবস্থাপত্র নিয়ে বাড়িতেই থাকছেন।জেলা করোনা প্রতিরোধ কমিটি সূত্র জানায়, জেলায় গতকাল পর্যন্ত ১৪ হাজার ৫০২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২ হাজার ৭১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ১১২ জন এবং মারা গেছেন ৬০ জন।



 

Show all comments
  • Mohammed Kowaj Ali khan ২৯ আগস্ট, ২০২০, ৮:৫৪ পিএম says : 0
    করোনা নিয়ে এত হুলুস্থুল কেন? সবাই ইসলামের পথে এসো আর করোনা সহ সকল রুগ মুক্ত থাকো। ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply
  • Mohammed Kowaj Ali khan ২৯ আগস্ট, ২০২০, ৮:৫৪ পিএম says : 0
    করোনা নিয়ে এত হুলুস্থুল কেন? সবাই ইসলামের পথে এসো আর করোনা সহ সকল রুগ মুক্ত থাকো। ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ