Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের চুরি ‘টু লাফিং বয়েস’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

তৃতীয়বারের মতো চুরি হলো বিখ্যাত ডাচ চিত্রশীল্পি ফ্রানস হালসের ‘মাস্টারপিস’ বা সেরা চিত্রকর্ম হিসেবে পরিচিত ‘টু লাফিং বয়েস’। নেদারল্যান্ডসের এক জাদুঘর থেকে গত বৃহস্পতিবার চুরি হয়েছে চিত্রকর্মটি। এক বিশেষজ্ঞের মতে এর আর্থিক মূল্য ১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।
গত বৃহস্পতিবার হোফি ভান আয়েরদেন জাদুঘর থেকে চুরি হয় হালসের প্রায় ৪০০ বছর পুরনো চিত্রকর্মটি। চোরেরা ভোরের আগ দিয়ে ভবনের পেছনের দরজা ভেঙে ঢুকে চিত্রকর্মটি চুরি করে।
চিত্রকর্মটিতে দেখা যায়, দুটি ছেলে একটি বিয়ারের মগ হাতে নিয়ে হাসছে। ১৬২৬ সালে চিত্রকর্মটি তৈরি করেছিলেন হালস। গত বৃহস্পতিবার চুরি হওয়ার আগে ২০১১ সালে একবার ৬ মাসের জন্য ও তারও আগে ১৯৮৮ সালে প্রথমবার ৩ মাসের জন্য চুরি হয়েছিল এটি।
করোনাভাইরাস মহামারির জন্য নেদারল্যান্ডসের বেশিরভাগ জাদুঘরই বন্ধ রয়েছে। হালসের চিত্রকর্মটি বাদেও গত মার্চ মাসে সঙ্গীতশিল্পী লারেনের নামে নির্মিত সিঙ্গার লারেন জাদুঘর থেকে চুরি হয়েছিল বিশ্বখ্যাত চিত্রশীল্পি ভ্যান গগের একটি চিত্রকর্ম। ১৮৮৮ সালে নির্মিত চিত্রকর্মটি এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। সূত্র : বিবিসি নিউজ/ডেইলি মেইল/আল জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ