Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

৯ পৌরসভার ভোট আজ

প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দেশের মেয়াদোত্তীর্ণ ৯ পৌরসভার ভোটগ্রহণ আজ। এ লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
তফসিল অনুযায়ী, রংপুরের পীরগঞ্জ, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, টাঙ্গাইলের ঘাটাইল, নড়াইলের লোহাগড়া, পটুয়াখালীর গলাচিপা, বগুড়ার সোনাতলা ও পাবনার বেড়া পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া শরীয়তপুরের নড়িয়া পৌরসভার মেয়র পদে উপনির্বাচনসহ মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদেও এ দিন উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসির উপসচিব ফরহাদ আহাম্মদ খান জানান, প্রত্যেক এলাকায় ব্যালট পেপার, বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার সকাল থেকে চার দিনের জন্য মাঠে রয়েছে র‌্যাব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা মাঠে থাকবেন ভোটের পরদিন সোমবার পর্যন্ত।
উল্লেখ্য, দেশে প্রথমবারের মতো দলীয়ভাবে স্থানীয় সরকারের পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গত ৩০ ডিসেম্বর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৯ পৌরসভার ভোট আজ

৭ আগস্ট, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ