Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এভাবে তো বিশ্বকাপ আয়োজনও সম্ভব

বাবরের অভিজ্ঞতায় জৈব-সুরক্ষিত পরিবেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

ইংল্যান্ড সফরে প্রায় দুই মাস জৈব-সুরক্ষিত পরিবেশে আছেন পাকিস্তানি ক্রিকেটাররা। স্টেডিয়ামের সঙ্গে সংযুক্ত হোটেল রুম আর মাঠের বাইরে যাওয়ার সুযোগ নেই খেলোয়াড়দের। গত দুই মাসের জৈব-সুরক্ষিত বলয়ের অভিজ্ঞতা থেকে বাবর আজম বলছিলেন, এভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্টই আয়োজন করা যায়।
মহামারির মধ্যেও যে ক্রিকেট ফেরানো সম্ভব, সেটি খুব ভালোভাবে দেখাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানের বিপক্ষে দুটি সফল টেস্ট সিরিজ আয়োজন করে তারা দেখিয়েছে, স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করে ব্যাট-বলের লড়াই দেখা যেতে পারে। বাবর আজম মনে করেন, আগামী বছরও কোভিড পরিস্থিতির খুব বেশি উন্নতি না হলে জৈব বলয়েই আয়োজন করা যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ‘এটা সম্ভব (বড় টুর্নামেন্ট আয়োজন)। গত দুই মাস ধরে আমরা জৈব বলয় তো দেখছিই। তারা আমাদের মাঠ লাগোয়া হোটেল দিয়েছে। সত্যি কোনো সমস্যা নেই। কোনো খেলোয়াড়ের এ নিয়ে আপত্তি নেই। ক্রিকেট নিয়ে ভাবার আমরা অনেক সময় পেয়েছি। একসঙ্গে বসেছি। ক্রিকেট খেলা ছাড়া খুব বেশি কিছু করার নেই। এটা তো ভালো।’
আইসিসি এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করেছে। সেটি নিয়ে যাওয়া হয়েছে ২০২২ সালে। তবে আগামী বছর আগের স‚চি অনুযায়ী ভারতে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। বাবর মনে করেন, হাতে যেহেতু সময় আছে এখন থেকেই ভালো পরিকল্পনা করতে পারে দলগুলো, ‘সময়টা প্রস্তুতি ও পরিকল্পনায় কাজে লাগাতে পারে সবাই। এ ধরনের কন্ডিশনে কোন ধরনের খেলোয়াড়দের সুযোগ দিতে চান, সেটি নিয়ে এখনই কাজ করা যেতে পারে।’
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হেরেছে পাকিস্তান। ব্যর্থতা ভুলে তাদের তাকাতে হচ্ছে সামনে। গত রাত থেকেই শুরু হয়েছে তিম ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচ শুরুর আগে বাবর আশার বানী শুনিয়েছেন, টি-টোয়েন্টি সিরিজে তার দল ভালো খেলবে, ‘লাল বলে খেলার পর সাদা বলের জন্য প্রস্তুতি নেওয়ার সময় আমরা কম পেলাম। শুধু টি-টোয়েন্টির জন্য আসা আমাদের কয়েকজন খেলোয়াড় অবশ্য অনুশীলন করেছে আগে থেকেই। তবুও এটা কঠিন কিছু নয়। শুধু মনোভাব বদলাতে হবে। টি-টোয়েন্টিতে আপনাকে যতটা পারা যায় ইতিবাচক খেলতে হবে।’
এতক্ষণে নিশ্চয়ই জেনেও গেছে কি ঘটেছে তাদের ভাগ্যে!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ