Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেলারুশে পুলিশ পাঠাবেন পুতিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনি একটি রিজার্ভ পুলিশ বাহিনী গড়ে তুলেছেন। প্রয়োজন পড়লে হস্তক্ষেপের জন্য বেলারুশে তাদের পাঠানো হবে। তবে সেই অবস্থা এখনও আসেনি। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি একথা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।
পুতিন বলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সন্ডার লুকাশেঙ্কো তাকে একটি রিজার্ভ পুলিশবাহিনী গড়ে তুলতে বলেছেন এবং আমি তা গড়ে তুলেছি। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আমরা আরও একমত হয়েছি যে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যাওয়া পর্যন্ত এই বাহিনীকে কাজে লাগানো হবে না। ৯ আগস্টের বিতর্কিত নির্বাচনে লুকাশেঙ্কোর পুনর্নিবাচিত হওয়ার পর বেলারুশে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়েছে। রাজধানীতে পৃথকভাবে বিবিসি এক টিম সদস্যসহ অন্তত ১৩ সাংবাদিককে আটক রাখা হয়েছে। পুতিন জানান, বেলারুশের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার বাধ্যবাধকতা রয়েছে দুই দেশের ঘনিষ্ট সম্পর্কের কারণে। এছাড়া দুটি দেশের সাংস্কৃতিক, জাতিগত ও ভাষাগত গভীর সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। রুশ প্রেসিডেন্ট আরও জানান, বেলারুশের পরিস্থিতি আরও অবনতি না হলে রিজার্ভ বাহিনী হস্তক্ষেপ করবে না। সামগ্রিকভাবে পরিস্থিতি এখন স্থিতিশীলতা দিকে যাচ্ছে। পোল্যান্ডের প্রধানন্ত্রী ম্যাটিউসজ মোরাওয়েইকি বলেছেন, পুতিন বেলারুশের নিয়ন্ত্রণ নেয়ার ধারণা তুলে ধরেছেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন ঢেকে আড়াল করতে। অবিলম্বে এই পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছেন তিনি।
বেশ কয়েকটি সাবেক সোভিয়েত রাষ্ট্রকে নিয়ে গঠিত কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের অন্তর্ভুক্ত দেশ রাশিয়া ও বেলারুশ। ১৯৯৬ সালে দুই দেশ একটি চুক্তি স্বাক্ষর করে, যার আওতায় উভয় দেশের নাগরিক কাজ ও মুক্তভাবে বসবাসের অধিকার ভোগ করে আসছে।



 

Show all comments
  • Jack Ali ২৯ আগস্ট, ২০২০, ১২:১০ পিএম says : 0
    May Allah destroy Putin the Muslim Killer now he is going to kill Belarus innocent people by sending their barbarian police force.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ