Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

একঘরে পরিবার

বাড়িতে ভীত!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

বাড়িতে ভীত পোষার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলায় এক পরিবারকে একঘরে করে রেখেছে এলাকাবাসী। স¤প্রতি ঘটনাটি ঘটেছে ওল্ড মালদহ বøকে। এলাকার মানুষের অনৈতিক ও কুসংস্কারাচ্ছন্ন কর্মকারসবপর ফলে হয়রানির মুখে পড়েছে পরিবারটি। কলকাতার একটি গণমাধ্যমের খবরে বলা হয়, ওই বাড়িতে দুই মেয়ে এবং শাশুড়িকে নিয়ে থাকেন এক নারী। তার স্বামী শ্রমিক। এই পরিবারের সদস্যরা পূজা-অর্চনা নিয়ে একটু বেশিই মেতে থাকেন। কিন্তু তার জন্য এলাকাবাসীর এমন সিদ্ধান্ত কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। এমনকী ওই নারী ও এলাকাবাসী নিজেদের তরফে ওঝাও নিয়োগ করেন। নিজেদের পারলৌকিক সওয়ালের সমর্থনে খাড়া করায় নিজেদের পক্ষের ওঝা। স¤প্রতি দুই পক্ষের মধ্যে এ নিয়ে আলোচনাও হয়। কিন্তু সমাধান হয়নি কিছুই। বরং আলোচনা হাতাহাতির পর্যায়ে চলে যায়। সে ক্ষেত্রে এখনও ওই পরিবারের পাশে এসে দাঁড়ায়নি এলাকার কেউ। যা থেকে পরিষ্কার গ্রামের মানুষের অন্ধবিশ্বাস এখনও বহু জায়গায় অটল রয়েছে। এর আগে রাজ্যের নদীয়া জেলাতেও এমন ঘটনা ঘটে। ভ‚ত পোষা হয়েছে বাড়িতে এমন অভিযোগের জেরে জেলার শান্তিপুরের ছোট জিয়াকুর গ্রামের মহল্লায় ঢুকে মারধর করার অভিযোগ ওঠে একটি পরিবারের বিরুদ্ধে। লাঠি, ধারালো অস্ত্র নিয়ে হামলা করা ডংক্ষীরা গ্রামের লোকেদের আটকাতে গিয়ে আহত
হন ১৪ জন। এলাকার এক বাড়িতে ভ‚ত রাখা আছে বলে সন্দেহে ডংক্ষীরার গ্রামের কয়েকজন বাড়িটিতে আক্রমণ করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ