Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশুদের ক্ষেত্রে করোনা মারাত্মক হওয়া বিরল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে শিশু থেকে বয়স্ক সবাই। কিন্তু বয়স্কদের চেয়ে শিশু ও তরুণদের ওপর এর মারাত্মক প্রভাব পড়ার সম্ভাবনা খুব কম এবং এই রোগে শিশুদের মারা যাওয়ার ঘটনাও বিরল। একটি ব্রিটিশ চিকিৎসা সাময়িকীর প্রকাশিত গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গত ১৭ জানুয়ারি থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাজ্যের ১৩৮টি হাসপাতালে ভর্তি হওয়া কোভিড রোগীদের নিয়ে জরিপ চালানো হয়। তাদের মধ্যে শিশু ছিল এক শতাংশেরও কম। আর এই কোভিডে আক্রান্ত শিশুদের এক শতাংশের কম, মোট ৬ জন মারা গেছে। তাদের সবাই কোনও না কোনও গুরুতর অসুখে ভুগছিল কিংবা শারীরিক জটিলতা ছিল। লিভারপুল বিশ্ববিদ্যালয়ের ওষুধ ও শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ক্যালাম সেম্পল এই গবেষণায় সহযোগী নেতৃত্বে ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ