Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীন থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করল ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২০, ৭:১৪ পিএম

চীনের কাছ থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের তেল শোধনাগারগুলো এখন আর চীনের বিক্রেতাদের কাছ থেকে অপরিশোধিত জ্বালানি তেল কিনছে না। চীনের সঙ্গে সীমান্তে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর নয়াদিল্লি সীমান্তবর্তী দেশগুলো থেকে তেল আমদানি না করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়। এরই ভিত্তিতে চীনের কোনো কোম্পানির কাছ থেকে অপরিশোধিত তেল নিচ্ছে না দেশটি। এ খবর দিয়েছে পার্সটুডে
লাদাখে চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের সংঘর্ষের জেরে ভারতে চীনা পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে আগেই। এখন চীন থেকে ভারতের তেল কেনাও বন্ধ হয়ে গেল।
চীনের সঙ্গে সীমান্ত সংঘর্ষের পর ভারত পার্শ্ববর্তী দেশগুলো থেকে তেল না কেনার ব্যাপারে একটি নতুন বিধি পাস করে। চলতি মাসের প্রথমদিকে ভারতের বিভিন্ন রাজ্যের তেল শোধন কোম্পানিগুলো তাদের তেল পরিবহনের জন্য চীনা পতাকাবাহী কার্গো ভাড়া করা বন্ধ করে দেয়। তেল আনার ব্যাপারে কোনো টেন্ডারে চীনা পরিবহন কোম্পানিগুলো অংশহগ্রহণও নিষিদ্ধ করা হয়।
এদিকে চীন থেকে বিদ্যুৎ সরঞ্জাম আমদানির ক্ষেত্রেও নতুন কিছু বিধিনিষেধ আরোপ করেছে ভারত। চীন থেকে আসা সব বিদ্যুৎ সরঞ্জাম পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হবে বলে নয়া দিল্লি জানিয়েছে। দু’দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা দ্বিপাক্ষিক মনোমালিন্যের নতুনতম সংযোজন হচ্ছে- তেল কেনা বন্ধ হয়ে যাওয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ