Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে সাবেক স্ত্রীকে পুনরায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২০, ৭:১১ পিএম

টাঙ্গাইলের সখিপুরে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক তরুণসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার রাতে ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে সখিপুর থানায় মামলাটি করেন।এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, দুই বছর আগে সখিপুরের সিলিমপুর গ্রামের মনির হোসেনের (২৫) সঙ্গে ওই নারীর বিয়ে হয়। মাস ছয়েক পর তাঁদের বিচ্ছেদ হয়। দুই মাস আগে মনির সাবেক স্ত্রীর মুঠোফোনের নম্বর সংগ্রহ করে যোগাযোগ করেন। পুনরায় বিয়ে করার জন্য ফোনে তাঁকে প্রস্তাব দেন তিনি। একপর্যায়ে ওই নারী মনিরের প্রস্তাবে রাজি হয়ে যান। গত সোমবার রাতে ওই নারীকে বিয়ে করার কথা বলে সখিপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এক বন্ধুর বাড়িতে নিয়ে আসেন মনির। রাতে পূর্বপরিকল্পিতভাবে মনির ও তাঁর তিন বন্ধু ওই নারীকে ধর্ষণ করেন। গতকাল বুধবার রাতে ওই নারী সখিপুর থানায় ধষৃনের অভিযোগে মমলা করেন।ওই নারীর বরাত দিয়ে পুলিশ জানায়, তালাক দিয়ে অন্যত্র বিয়ে করায় প্রতিশোধ নিতে মনির ওই নারীর সঙ্গে অভিনয় করেন। পরিকল্পিতভাবে তাঁকে ডেকে নিয়ে ধর্ষণ করেন।সখিপুর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা এ এইচ এম লুৎফুল কবির আজ বৃহস্পতিবার(২৭আগষ্ট) বলেন, এটা একটা পরিকল্পিত গণধর্ষণ। সাবেক স্ত্রীর ওপর প্রতিশোধ নিতেই এ ঘটনা ঘটানো হয়েছে। মূল আসামি মনিরসহ দু’জন পুলিশের নজরবন্দীতে আছেন। শিগগিরই আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ