মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হংকংয়ে নিরাপত্তা আইনে গ্রেপ্তার হলেন দেশটির দুই আইনপ্রণেতা। বুধবার সকালে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা লাম চুক চিং ও টেড হুই চি-ফুংকে নিরাপত্তা আইনে গ্রেপ্তার করেছে। জুলাই থেকে আরোপিত আইনে এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। -বিবিসি
লাম চুককে ২০১৯ সালের জুলাইয়ের বিক্ষোভে সহিংসতা সৃষ্টি এবং ট্রেন স্টেশনে হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। যদিও ৬ জুলাইয়ের ওই বিক্ষোভে পুলিশের হামলায় আহত হওয়া ব্যক্তিদের একজন ছিলেন তিনি। এছাড়া ২১ জুলাইয়ের ট্রেন স্টেশনে হামলায় ক্ষতিগ্রস্ত ও প্রত্যক্ষদর্শীদের ধারণকৃত ভিডিওতে দেখা গিয়েছে, গণতন্ত্র-পন্থী বিক্ষোভকারীরা বাড়ি ফিরে আসার সময় ইয়ুন লংয়ের ট্রেন স্টেশনে একদল গ্যাংস্টার সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়। লামের গ্রেপ্তারের পর টুইটার ব্যবহারকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘আমরা দেখেছি ওই দিন আপনি কিভাবে মানুষকে সুরক্ষা করতে এগিয়ে এসেছিলেন।’ টেড হুইকেও ৬ জুলাইয়ের বিক্ষোভে উপস্থিতির জন্য গ্রেপ্তার করা হয়েছে।
পনের দিন আগে অ্যাপল ডেইলি পত্রিকার অফিস থেকে গ্রেপ্তার করা হয় হংকংয়ের মিডিয়া মুঘল ও বেইজিংয়ের অন্যতম সমালোচক জিমি লাই ও অন্য ৯ অধিকারকর্মীকে। গত বছরের জুন থেকে হংকংয়ে চলমান সাত মাসের গণতন্ত্র-পন্থী বিক্ষোভে এ পর্যন্ত ৯ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভ দমনে পাশ করা নিরাপত্তা আইনে গণতন্ত্রপন্থী, স্বাধীনতাকামী ও চীন-বিরোধী কার্যকলাপ, বিক্ষোভ-সমাবেশ, বিদেশী শক্তির সঙ্গে আঁতাত এবং ছাত্র-রাজনীতি নিষিদ্ধ করে যাবজ্জীবন পর্যন্ত শান্তির বিধান রাখা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।