মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চলতি মাসেই কয়েক দশকের বিবাদ ভুলিয়ে শান্তিচুক্তি স্বাক্ষর করেছে ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত। কিন্তু মার্কিন পৌরহিত্যে হওয়া ওই চুক্তিও আরব দুনিয়া ও ইহুদি দেশটির মধ্যে থাকা ফাটল জুড়তে সক্ষম নয়, তা ফের একবার স্পষ্ট হয়ে গেল। সূত্রের খবর, সোমবার, মার্কিন এফ-৩৫ বিমানের বিক্রি সংক্রান্ত দ্ব›েদ্বর জেরে ওয়াশিংটন ও জেরুজালেমের সঙ্গে বৈঠক বাতিল করে দেয় আবু ধাবি।
এ দ্ব›েদ্বর সূত্রপাত অত্যাধুনিক মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে। পেন্টাগন সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমানটি কিনতে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুদ্ধবিমান বিক্রি নিয়ে আমিরাতের সঙ্গে আলোচনা চলছে। আগামী মাস ছয়েকের মধ্যে এ মর্মে চুক্তি হতে পারে। আজকের দিনে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান বলে গণ্য করা হয় এফ-৩৫ প্লেনটিকে। এ বিমান হাতে পেলে ইসরাইলী বিমান বাহিনীর সঙ্গে টক্কর দেয়ার ক্ষমতা চলে আসবে আমিরাত বিমান বাহিনীর কাছে, যা কিছুতেই চাইছে না ইসরাইল। ইহুদি দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রকাশ্যেই অমিরাতকে এফ-৩৫ দেয়ার বিরোধিতা করে এসেছেন। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে অস্তিত্ব রক্ষায় বরাবর ইসরাইলের সামরিক ক্ষমতা পড়শি আরব দেশগুলির চাইতে একধাপ এগিয়ে রাখার নীতি রয়েছে আমেরিকার। এহেন পরিস্থিতিতে, আমেরিকা ও আমিরাতের মধ্যে এফ-৩৫ বিক্রি নিয়ে কোনও আলোচনার তথ্য তার কাছে নেই বলে প্রকাশ্যে জানিয়েছেন নেতানিয়াহু। আর এতেই ক্ষুব্ধ আবু ধাবি। দেশটি সাফ জানিয়েছে, শান্তিরক্ষার স্বার্থে চুক্তি স্বাক্ষর করেছে তারা। কিন্তু একতরফা পদক্ষেপে ইসরাইল শর্ত ভঙ্গ করছে। তাই এই মুহ‚র্তে কোনও বৈঠকে বসা সম্ভব নয়। সূত্র : সংবাদ প্রতিদিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।