Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীক্ষা কেন্দ্রের ফটক খুলতে দেরি করায়...

প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : এসএসসি পরীক্ষা কেন্দ্রের মূল ফটক খুলতে দেরি করায় লাঠি দিয়ে স্কুলের দুই দফতরিকে পিঠিয়ে আহত করলেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। জানা যায়, গত বুধবার এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে সকাল ১১টার দিকে কেন্দ্র পরিদর্শনে আসেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলম। এ সময় কেন্দ্রের মূল গেট ও পকেট গেট দুটোই বন্ধ পেয়ে তাকে বাহিরে রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। এ সময় সেখানে অবস্থান নেয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও এসি ল্যান্ডসহ উপস্থিত আরও কয়েকজন চেষ্টা করেও সময়মতো কেন্দ্রে ঢুকতে না পেরে রাগে-ক্ষোভের একপর্যায়ে ভেতরে ঢুকে দায়িত্বরত পুলিশের কাছ থেকে লাঠি নিয়ে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত বিদ্যালয়ের দুই দফতরি যথাক্রমে শিমুল বড়ুয়া (৫৫) ও মো. হোসেন (৪৫) কে মারধর করে। এ ব্যাপারে কোনো প্রতিকার চান কিনা এমন এক প্রশ্নের জবাবে আহত শিমুল বড়ুয়া ও মো. হোসেন জানান, স্যার প্রশাসনের কর্তাব্যক্তি, আমরা ছোট কর্মচারী, আমাদের জন্য কার কেমন দরদ আছে জানি না। প্রতিকার চাইলে পাব কিনা জানি না। তবে নতুনভাবে ঝামেলায় না জড়িয়ে বাকি জীবন ছেলে-মেয়ে-পরিবার পরিজন নিয়ে স্বাভাবিকভাবে চলে যেতে চাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরীক্ষা কেন্দ্রের ফটক খুলতে দেরি করায়...
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ