রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : এসএসসি পরীক্ষা কেন্দ্রের মূল ফটক খুলতে দেরি করায় লাঠি দিয়ে স্কুলের দুই দফতরিকে পিঠিয়ে আহত করলেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। জানা যায়, গত বুধবার এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে সকাল ১১টার দিকে কেন্দ্র পরিদর্শনে আসেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলম। এ সময় কেন্দ্রের মূল গেট ও পকেট গেট দুটোই বন্ধ পেয়ে তাকে বাহিরে রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। এ সময় সেখানে অবস্থান নেয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও এসি ল্যান্ডসহ উপস্থিত আরও কয়েকজন চেষ্টা করেও সময়মতো কেন্দ্রে ঢুকতে না পেরে রাগে-ক্ষোভের একপর্যায়ে ভেতরে ঢুকে দায়িত্বরত পুলিশের কাছ থেকে লাঠি নিয়ে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত বিদ্যালয়ের দুই দফতরি যথাক্রমে শিমুল বড়ুয়া (৫৫) ও মো. হোসেন (৪৫) কে মারধর করে। এ ব্যাপারে কোনো প্রতিকার চান কিনা এমন এক প্রশ্নের জবাবে আহত শিমুল বড়ুয়া ও মো. হোসেন জানান, স্যার প্রশাসনের কর্তাব্যক্তি, আমরা ছোট কর্মচারী, আমাদের জন্য কার কেমন দরদ আছে জানি না। প্রতিকার চাইলে পাব কিনা জানি না। তবে নতুনভাবে ঝামেলায় না জড়িয়ে বাকি জীবন ছেলে-মেয়ে-পরিবার পরিজন নিয়ে স্বাভাবিকভাবে চলে যেতে চাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।