মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সু চির নোবেল প্রত্যাহারের দাবি জানিয়ে রোহিঙ্গা ক্যাম্পে পোস্টারিংঅং সান সু চির নোবেল প্রাইজ প্রত্যাহারের দাবি জানিয়ে রোহিঙ্গা ক্যাম্পে পোস্টারিং হয়েছে। আজ মঙ্গলবার মিয়ানমারের সামরিক জান্তার নির্যাতনের মুখে রাখাইন থেকে মুসলিম সংখ্যালঘু গোষ্ঠী রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার তিন বছর পূর্তি হলো । তবে দিবসটি উপলক্ষে ক্যাম্পের বিভিন্ন বাড়িতে বিচ্ছিন্নভাবে অং সান সুচির ছবি সংবলিত লিফলেট সাইজের পোস্টার দেখা গিয়েছে। -জি নিউজ, ডেইলি মেইল
পোস্টারে মিয়ানমারে গণহত্যা চালানোর ঘটনায় সুচিকে সন্ত্রাসী দাবি করে শান্তিতে প্রদত্ত নোবেল প্রাইজটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন রোহিঙ্গারা। এছাড়া উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে নিজ নিজ বাড়িতে রোজা রেখে গণহত্যার বিচার প্রার্থনা করেছেন তারা। তবে দিবসটি উপলক্ষে কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবিরে কোন ধরনের কর্মসূচি পালিত হয়নি।
তাদেরকে আশ্রয় দেয়ায় বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রোহিঙ্গারা বলেন, এই দেশের সরকার ও স্থানীয় জনসাধারণ আশ্রয় না দিলে আমরা প্রাণে বাঁচতাম না। সারা জীবন এদেশের সরকার ও স্থানীয়দের কাছে ঋণী থাকব। এ দেশে আসার পর থেকে তারা আমাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন। তারা তাদের ঘরবাড়ি ও ভিটে বাড়িতে আশ্রয় দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।