Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

 

বেলারুশে গ্রেফতার
নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি উপেক্ষা করে বেলারুশে লাখো মানুষের সরকার বিরোধী বিক্ষোভের পরদিনই গ্রেফতার হয়েছেন দেশটির দুই শীর্ষ নেতা। এছাড়া সোমবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে দেশটির এক নোবেল পুরস্কার বিজয়ীকেও। সোমবার সংবাদ সম্মেলন করেন সমন্বয় কাউন্সিলের কয়েক সদস্য। গত ২৬ বছরের শাসনকালে সবচেয়ে বড় হুমকির মুখে পড়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকো। এ মাসে অনুষ্ঠিত এক নির্বাচনে জালিয়াতির অভিযোগ ওঠার
পর শুরু হয় তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ। রয়টার্স।


গ্রিসে এফ-১৬
গ্রিসে এফ-১৬ যুদ্ধবিমান পাঠিয়েছে আরব আমিরাত। এর আগে এ দেশটি লিবিয়া, সিরিয়া, ইয়েমেন ও সুদানে একই কাজ করেছে। ন্যক্কারজনকভাবে ইসরাইলীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। জানা যায়, সংযুক্ত আরব আমিরাত গ্রিসের সাথে সামরিক প্রশিক্ষণ মহড়ায় অংশ নিতে ক্রেট দ্বীপে চারটি এফ-১৬ যুদ্ধবিমান পাঠিয়েছে। অ্যাথেন্স ভিত্তিক দৈনিক পত্রিকা কাঠিমেরিনি এ খবর জানিয়েছে। পত্রিকার বরাতে জানা গেছে, তুরস্কের সাথে প‚র্ব ভ‚মধ্যসাগরে গ্রিসের চলমান উত্তেজনার মধ্যেই গ্রিসের সেনাবাহিনীর সাথে এই ট্রেনিংয়ে অংশ নিচ্ছে আমিরাতের এই যুদ্ধ বিমানগুলো। মিডল ইস্ট মনিটর।


৩৩০ বছর আগে
৩৩০ বছর আগে জোব চার্নক নামে এক ইংরেজ নদীপথে এসে পা রেখেছিলেন কলকাতার মাটিতে। তখন কলকাতা বলতে ছিল তিনটে অজগ্রাম-কলকাতা, সুতানুটি আর গোবিন্দপুর। এই তিন গ্রাম নিয়েই নাকি কলকাতার পত্তন। সেই ভাবনা থেকেই কলকাতাবাসীরা ধুমধাম করে কলকাতার জন্মদিন পালন করে আসছে। আর চার্নক সাহেবকেই কলকাতায় প্রতিষ্ঠাতা হিসেবে মেনে আসছে। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারে এই শহর কোনও একজনের সৃষ্টি নয়, কেউ একজন এর প্রতিষ্ঠাতা হতে পারেন না। ভিওএ।


বালিতে নিষিদ্ধ
করোনাভাইরাস মহামারির কারণে চলতি বছরের বাকি সময়টাতেও ইন্দোনেশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র বালিতে বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যদিও আগামী মাস থেকে বিদেশি পর্যটকদের জন্য বালিসহ ইন্দোনেশিয়ার গুরুত্বপ‚র্ণ পর্যটন স্থলগুলো খুলে দেওয়া হতে পারে জানানো হয়েছিল। সে পরিকল্পনা থেকে সরে আসলো তারা। এই সিদ্ধান্ত দেশটির পর্যটন শিল্পের জন্য আরও বড় ধাক্কা হয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। প্রতি বছর বালির সৈকতগুলোতে সাড়া বিশ্ব থেকে কয়েক লাখ পর্যটক বেড়াতে আসে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ