রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : সখিপুর উপজেলার সর্বত্র নিষিদ্ধ পলিথিন ব্যবহার করা হচ্ছে। পাইকারি, খুচরা দোকানসহ সব ক্ষেত্রেই অবাধ পলিথিনের ব্যবহারের ফলে বোঝার উপায় নেই পলিথিন নিষিদ্ধ। সখিপুর উপজেলার পৌরসভা, বড়চওনা, তক্তারচালা, কচুয়া, বহেড়া তৈল, নলুয়া, হতেয়া প্রভৃতি বাজার ঘুরে দেখা যায়, কাঁচা তরিকারি, শাক-সবজি, ফলমূল, মুদির দোকান, মাছ, মাংস, ওষুধের দোকানসহ সব দোকানে অবাধে পলিথিন ব্যবহার করা হচ্ছে। সখিপুর বাজারে ও বড়চওনা বাজারে কয়েকজন ব্যবসায়ী নিষিদ্ধ পলিথিন পাইকারি বিক্রি করে থাকে বলে জানা গেছে। পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন সরকার কর্তৃক নিষিদ্ধ এবং আইন করা হলেও আইনের কোনো প্রয়োগ না থাকায় স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই পলিথিন সর্বত্র পাইকারি ও খুচরা বিক্রয় করা হচ্ছে। নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ী আবদুস সামাদ বলেন, পলিথিনের ওপর কোনো অভিযান হলে প্রশাসনের লোকজন আগেই জানিয়ে দেয়। তখন পলিথিন সরিয়ে ফেলি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।