মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মাদাগাস্কারে জেল থেকে পালানোর সময় পুলিশের গুলিতে নিহত হয়েছেন ২০জন, আহত হয়েছেন ৮ জন।দেশটির ফারাফাঙ্গানা কারাগারে গতকাল রোববার এ ঘটনা ঘটে। -আল জাজিরা
দেশটির বিচার মন্ত্রণালয় জানায়, শত শত বন্দি জেল ভেঙ্গে পালানোর চেষ্টা করেছিল। তারা নিরাপত্তারক্ষীদের উপর পাথর নিক্ষেপ করে এবং নিরাপত্তারক্ষীদের থেকে একটি অস্ত্রও কেড়ে নেয়। পরে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়।এ ঘটনায় ৮৮ জন বন্দী পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ তাদের ৩৭জনকে আটক করেছে। তাদের ৮ জন আহত হয়েছেন। ৩১ জন এখনও পালিয়ে বেড়াচ্ছে। তাদের ধরতে নিরাপত্তাকর্মীদের অভিযান চলছে।
এ ঘটনার পর সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশটিতে বন্দি পালানোর ঘটনা এটিই প্রথম নয়। ২০১৬ সালে দক্ষিণাঞ্চলীয় তলিয়ারি কারাগার থেকে ৪০ বন্দি পালিয়ে যায়, যদিও এটি কড়া নিরাপত্তার একটি কারাগার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।