নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রাণঘাতি করোনাভাইরাসের কুনজর যেন পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উপর। এই ভাইরাসে আগেই আক্রান্ত হয়েছিলেন বাফুফের নির্বাহী কমিটির বর্ষিয়ান সদস্য ফজলুর রহমান বাবুল। এরপর আরেক সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর আক্রান্ত হওয়ার ক’দিন বাদেই করোনার থাবা পড়ে বাফুফের তিনবারের নির্বাচিত সহ-সভাপতি ও জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার বাদল রায়ের উপর। এবার করোনায় সংক্রমিত হয়েছেন বাফুফের আরেক সহ-সভাপতি, সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ মহিউদ্দিন আহমেদ মহি। ২৩ আগস্ট করোনা পরীক্ষা করানোর পর সোমবার ফল হাতে পেয়ে মহি জেনেছেন তিনি ‘পজিটিভ’।
বর্তমানে এই ফুটবল সংগঠক রাজধানীর গোপীবাগস্থ নিজ বাড়িতেই চিকিৎসাধীন আছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছেন। নিজের সুস্থ্যতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সোমবার মহি বলেন,‘বড় ধরনের কোনো সমস্যা না থাকলেও থমে থেমে জ্বর আসছে। এছাড়া ঠান্ডাভাবও আছে। রোববার করোনা পরীক্ষা করালে আজ (সোমবার) ফল পেয়ে জেনেছি আমি পজিটিভ। আপাতত বাসায় আছি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনও শুরু করেছি। সুস্থ্যতার জন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাই।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।