Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনার দ্বিতীয় ভ্যাকসিন আনছে রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২০, ৭:২৭ পিএম

রাশিয়ার তৈরি করোনা ভাইরাসের প্রথম টিকা নিয়ে বিতর্কের মধ্যেই দ্বিতীয় আরেকটি টিকা আনার দাবি করেছে মস্কো। রুশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির অতি গোপনীয় একটি জৈব অস্ত্রের কারখানায় দ্বিতীয় এ টিকা তৈরি করা হচ্ছে। রাশিয়া দ্বিতীয় টিকাটির নাম দিয়েছে ‘এপিভ্যাককরোনা’। এটি প্রস্তুত করেছে দেশটির ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অব ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি। – ডেইলি মেইল, দ্য সান

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশেষত পশ্চিম দুনিয়া অনেক সন্দেহ ও আশঙ্কা প্রকাশ করলেও ১১ আগস্ট প্রথম করোনা টিকার নিবন্ধন ঘোষণা করে রাশিয়া। ওই টিকার উৎপাদনও শুরু হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেদিন জানান, তার মেয়ের শরীরে পরীক্ষামূলক প্রয়োগে কার্যকারিতা প্রমাণিত হয়েছে স্পুৎনিক ভি নামের ওই টিকার। মস্কোর দাবি, এরই মধ্যে টিকাটির তৃতীয় ধাপের পরীক্ষা শুরু হয়েছে। আগামী সেপ্টেম্বর নাগাদ ট্রায়াল শেষ হওয়ার কথা রয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য বিবরণীতে এ টিকারও কোনো নাম নেই। মস্কো জানিয়েছে, প্রথম দফায় ৫৭ জনের শরীরে দ্বিতীয় টিকাটির সফল ট্রায়াল সম্পন্ন হয়। এতে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। এতে স্বেচ্ছাসেবীদের শরীরে অ্যান্টিবডি তৈরির প্রমাণও মিলেছে।

‘ড্রাফট ল্যান্ডসকেপ অব কোভিড-১৯ ক্যানডিডেট ভ্যাকসিনস’ শিরোনামে ২০ আগস্টের সারণিমূলক প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, টিকা ক্লিনিক্যাল পর্যায়ে রয়েছে ৩০টি। এর মধ্যে ছয়টি টিকা মানবদেহে তৃতীয় ধাপের প্রয়োগ করা হচ্ছে। দ্বিতীয় ধাপের পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম হয়েছে ৯টি টিকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ