বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম। রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার।
এছাড়াও একই দিনে জেলায় নতুন করে আরো ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১০ জন। যাদের মধ্যে ৪৩৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং জেলায় সর্বমোট মৃত্যুবরণ করেছেন ১৪ জন।
সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার জানান, গত ২১ আগস্ট করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে এমপি আলহাজ্ব দবিরুল ইসলামের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়।
রোববার রাতে দিনাজপুর থেকে প্রাপ্ত রিপোর্টে এমপিসহ আরো ১৬ জনের শরীরে কভিড-১৯ শনাক্ত হয়। এদের মধ্যে সদর উপজেলার তিনজন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৭ জন, পীরগঞ্জ উপজেলার ৩ জন, হরিপুর উপজেলায় ১ জন ও রাণীশংকৈল উপজেলায় ২ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।