মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘নীতিহীন’, ‘মিথ্যুক’ ও ‘নিষ্ঠুর’ আখ্যা দিয়েছেন তার বড় বোন ম্যারিয়ান ট্রাম্প ব্যারি। তিনি বলেছেন, কোনভাবেই ট্রাম্পকে বিশ্বাস করা যায় না। প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ভাইয়ের মেয়ে ম্যারি ট্রাম্পের গোপনে রেকর্ড করা অডিও বার্তায় ম্যারিয়ানকে এসব কথা বলতে শোনা গেছে। অডিওটি ২০১৮-১৯ সালে রেকর্ড করেন ম্যারি। শনিবার রাতে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন অডিও ক্লিপটি প্রকাশ করেছে।
আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র তিন মাস বাকি। আর ঠিক এই সময় পরিবারের সদস্যদের থেকেই ট্রাম্পের বিরুদ্ধে উঠে আসছে একের পর এক বিষোদগার। গত বছর মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীদের অনুপ্রবেশ নিয়ে ট্রাম্প প্রশাসনের বক্তব্য ও পদক্ষেপ নিয়ে ক্ষুব্ধ ছিলেন ম্যারিয়ান। সে সময় অভিবাসনপ্রত্যাশী পরিবারের শিশুদের তাদের মা-বাবার কাছ থেকে আলাদা করে ফেলা হয়েছিল। এ প্রসঙ্গে তাকে অডিওতে বলতে শোনা যায়, ‘ওর (ডোনাল্ড ট্রাম্প) কোনও নীতি নেই। একদমই নেই। আর ওর মূল্যবোধ সম্পর্কে কী বলব...আপনি যদি ধার্মিক হন, তাহলে আপনি চাইবেন কীভাবে মানুষকে সাহায্য করা যায়।’ প্রেসিডেন্ট হিসেবে ৭৪ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পের কর্মকান্ডে হতাশ ম্যারিয়ান বলেন, ‘ওর যত্তসব ফালতু টুইট আর মিথ্যাচার। খুব বেশি সরাসরি হয়তো বলে ফেলছি কথাগুলো, আসলে ওর কথার ঠিক নেই। প্রস্তুতির অভাব রয়েছে। মিথ্যাচার তো আছেই।’
সম্প্রতি ট্রাম্পের জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে তার ভাইয়ের মেয়ে ম্যারি ট্রাম্পের লেখা ‘হাউ মাই ফ্যামিলি ক্রিয়েটেড ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস ম্যান’ (কীভাবে আমার পরিবার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মানুষের জন্ম দিয়েছে) শিরোনামে বইটি প্রকাশিত হওয়ার পর থেকেই ম্যারি তার চাচা ট্রাম্প সম্পর্কে নানা তথ্য কোথায় পেয়েছেন, তা নিয়ে প্রশ্ন ওঠে। এ বিষয়ে জানতে চাইলে ম্যারি ট্রাম্প জানান, ২০১৮-১৯ সালের মধ্যে ম্যারিয়ানের সঙ্গে তার কথোপকথনের ১৫ ঘণ্টার অডিও টেপ রয়েছে, যেগুলো তিনি গোপনে রেকর্ড করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ম্যারির লেখা বহুল আলোচিত বইটি প্রকাশিত হয় গত ১৪ জুলাই। বাজারে আসার আগেই আলোড়ন তুলেছিল ম্যারি ট্রাম্পের বইটি। আগামী নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বইটির প্রকাশ থামিয়ে দিতে নানা চেষ্টা চালিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে আদালতের নির্দেশে শেষ পর্যন্ত তা প্রকাশিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছিল, প্রকাশের প্রথম দিনেই বইটির প্রায় ১০ লাখ কপি বিক্রি হয়। ম্যারি ট্রাম্প হলেন ডোনাল্ড ট্রাম্পের বড় ভাই ফ্রেড ট্রাম্পের মেয়ে। বইয়ে ট্রাম্পের ঔদ্ধত্য ও অবহেলার অনেক অভিযোগ তুলেছেন তিনি। সূত্র : সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।