মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অভিনেতা বেন আফ্লেক আবারো ব্যাটম্যান চরিত্রে ফিরতে যাচ্ছেন। ২০২২ সালে মুক্তি পাবে পরিচালক অ্যান্ডি মুশিয়েটি পরিচালিত সুপারহিরো জঁর ছবি ‘দ্য ফ্ল্যাশ’।
ছবির মূল গল্প ফ্ল্যাশকে ঘিরে আবর্তিত হলেও ছবিটিতে ব্যাটম্যানের চরিত্রে বেন অ্যাফ্লেকের একটি বিশেষ ভ‚মিকা থাকবে বলেই জানিয়েছেন পরিচালক। ছবিতে ফ্ল্যাশের চরিত্র ফুটিয়ে তুলবেন ইজরা মিলার।
এছাড়া অভিনেতা মাইকেল কিটোনকেও একটি বিশেষ ভ‚মিকায় দেখা যাবে। সব মিলিয়ে ডিসি কমিক্স ভক্তদের জন্য খুশির হাওয়া বয়ে এনেছে এই খবর।
২০১৭ সালে জাস্টিস লিগের পরে আর ব্যাটম্যান চরিত্রে ফিরবেন না বলেই জানিয়েছিলেন বেন অ্যাফ্লেক। তারকার এই সিদ্ধান্ত স্বাভাবিক ভাবেই হতাশ করেছিল ভক্তদের। ভ্যানিটি ফেয়ারে সবার আগে বেন অ্যাফ্লেকের ফিরে আসবার সংবাদ প্রকাশ করে।
পরিচালক জানান, ছবিতে মাইকেল কিটোনেরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ব্যাটম্যান হিসেবে। এমনকি ছবির একটি গুরুত্বপূর্ণ অংশে উভয় ব্যাটম্যানের কথোপকথন। অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে অনেক অজানা রহস্য উন্মোচিত হবে। তবে সবকিছু চাপিয়ে আবার ব্রুস ওয়েনকে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন ফ্যানেরা।সূত্র : ফিল্মফেয়ার/ দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।