মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লাদাখে এলএসি বরাবর অবকাঠামো নির্মাণ অব্যাহত রেখেছে চীন, এদিকে সমান হারে সেনা প্রত্যাহারে রাজি নয় ভারত।লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি বরাবর বুলডোজার ব্যবহার করে পাহাড় কেটে এখনও রাস্তা বানাচ্ছে চীন। বানানো হচ্ছে ব্রিজ, হেলিপ্যাড ও সামরিক স্থাপনাও। -টাইমস অব ইন্ডিয়া
তাই আলোচনায় কোনও লাভ হচ্ছে না। পূর্ব লাদাখে উত্তেজনা কমার কোনও লক্ষণ অন্তত এখনই নেই। বিশেষজ্ঞরা বলছেন, ওই এলাকায় যে কোনও পরিস্থিতির জন্য একেবারেই প্রস্তুত রয়েছে পিপলস লিবারেশন আর্মি। ভারতের জেষ্ঠ্য এক সামরিক কর্মকর্তা বলেন, ‘চীন এই এলাকায় পিংপং ট্যাকটিস ব্যবহার করছে। তারা কূটনৈতিক ও সামরিক আলোচনার মধ্যেই সেনার শক্তি বৃদ্ধি অব্যাহত রেখেছে। গ্রাউন্ড সিচুয়েশনে আদতে কোনও পরিবর্তনই আসেনি।
এদিকে দুই পক্ষে সমান হারে সেনা প্রত্যাহারে রাজি নয় ভারত। তাদের দাবি, চীনা সেনার উপস্থিতি এমনিতেই বেশি। এমনটা করলে চীনের সঙ্গে সমীকরণে আরও পিছিয়ে পড়তে হবে দেশটিকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।