Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোভিড ভ্যাকসিন অনুমোদন ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে এফডিআই : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২০, ৭:২২ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, আমলাতান্ত্রিক জটিলতা কিংবা এফডিআই’র মধ্যে কেউ ইচ্ছাকৃতভাবে ভ্যাকসিনের অনুমোদন আটকে রেখেছে। অবশ্যই তারা চায় ৩ নভেম্বরের পরেই ফলাফল জানাতে। অথচ তাদের উচিত মানুষের জীবন বাঁচানোর জন্য তাড়াতাড়ি কাজ করা।এই টুইটের পূর্বে এফডিআইএর উচ্চপদস্থ একজন কর্মকর্তা বলেছিলেন, ট্রাম্প প্রশাসন যদি ভ্যাকসিন নিরাপদ এবং কার্যকর প্রমাণিত হওয়ার পূর্বেই ভ্যাকসিনের অনুমোদন দিয়ে দেয়, তবে তিনি পদত্যাগ করবেন। -রয়টার্স

মার্কিন হাউস অব রিপ্রেজেন্টিটিভের স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্টের এমন বিবৃতির সমালোচনা করে আরও বলেন, ‘ট্রাম্প মার্কিন জনগণের সুস্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলেছেন এবং এফডিআই’র ওপর রাজনীতির অভিযোগ আনছেন। যেখানে তিনি নিজেই কিনা ডিজইনফেক্টর গ্রহণের চেষ্টা করেছিলেন।’এফডিআই এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করে নি। এফডিআইএ এবং মার্কিন রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা করে যাচ্ছে। ইতোমধ্যে বিশ্বজুড়ে প্রায় ৮ লাখ মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন।

মার্কিন স্বাস্থ্য বিভাগ বলেছে, ১২ সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে প্রায় ১ লাখ ৯৫ হাজার প্রাণ হারাতে পারেন। ভারতে ইতোমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ লাখে পৌঁছেছে। জার্মানিসহ ইউরোপের অন্য দেশগুলো পুনরায় সংক্রমণ বেড়ে যাওয়ায় সীমান্ত বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ