মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পেরুতে নাইট ক্লাবে পদদলিত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৬ জন।পুলিশের অভিযানের সময় পালাতে গিয়ে লস রোববার রাতে অলিভাস ডিস্ট্রিক্টে থমাস রেস্টোবার ক্লাবে এ ঘটনা ঘটে। পুলিশ ২৩ জনকে আটক করেছে।পুলিশ জানিয়েছে, ক্লাবের প্রথম তলায় গোপনে পার্টি আয়োজন করা হয়। -রয়টার্স, আরপিপি রেডিও
প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পালানোর সময় হতাহতের ঘটনা ঘটে। জাতীয় পুলিশের স্থানীয় কর্মকর্তা অরল্যান্ডো ভেলাসকো বলেন, অভিযান শুরুর ছুটোছুটির সময় হতাহতের ঘটনা ঘটে। পেরুতে নভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে পার্টি আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। ওই পার্টিতে ১২০ জন অংশ নিয়েছিলো।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রাস্তায় বের হওয়ার সময় অনেকে জানালা ও সিঁড়িতে আটকা পড়ে। অন্যরা এগিয়ে এলে পদদলন ও দম বন্ধ হওয়ার ঘটনা ঘটে। দেশটিতে ১২ মার্চ থেকে নাইট ক্লাব বন্ধ রয়েছে। রোববার কারফিউ জারি করা হয়েছে। শনিবার পর্যন্ত ৫ লাখ ৮৫ হাজার ২৩৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ২৭ হাজার ৪৫৩ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।