মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিক্যাল কোম্পানি সিনোফার্ম তাদের তৈরি ভ্যাকসিন বাজারে আনতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা লিউ জিংহেন এই তথ্য জানিয়েছেন। তবে এ ভ্যাকসিনের দাম অন্যান্যগুলোর চেয়ে অনেক বেশি হবে। ফরচুন সাময়িকীর এক প্রতিবেদনে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
সিনোফার্ম আশা করছে, তাদের প্রতি ডোজ ভ্যাকসিনর দাম কয়েক শত ইউয়ান হবে। তবে দুই ডোজের ভ্যাকসিনের দাম এক হাজার ইউয়ান (১৪৫ মার্কিন ডলার) বা ১২ হাজার ২৯৭ টাকার কম হবে। এই দাম সম্ভাব্য অন্য প্রতিদ্বন্দ্বী ভ্যাকসিনগুলোর চেয়ে অনেক বেশি। মার্কিন ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না জানিয়েছে, তাদের প্রতি ডোজ ভ্যাকসিনর দাম হতে পারে ৩২ থেকে ৩৭ ডলারের মধ্যে। আরেক মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি জনসন অ্যান্ড জনসন সম্প্রতি মার্কিন সরকারের সঙ্গে চুক্তি করেছে, যাতে প্রতি ডোজ ভ্যাকসিনর দাম ধরা হয়েছে ১০ মার্কিন ডলার। গত জুলাই মাসে মার্কিন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ফাইজার বলেছিল, তাদের সম্ভাব্য ভ্যাকসিনটির প্রতি ডোজের দাম হতে পারে ২০ মার্কিন ডলার করে। ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মিলে যে ভ্যাকসিনটি তৈরি করছে, তার প্রতি ইনজেকশনের দাম হতে পারে ৩ মার্কিন ডলারের কম।
লিউ জিংহেন আরও বলেছেন, সিনোফার্ম ইতিমধ্যে ৩০ কোটি মার্কিন ডলার খরচ করে দুটি নতুন ভ্যাকসিন উৎপাদন কারখানা তৈরি করেছে। ভ্যাকসিনর দাম বেশি না হলে তাদের বিনিয়োগ উঠে আসবে না। তাদের ওই দুটি ভ্যাকসিন উৎপাদনের কারখানা হচ্ছে বেইজিং ও উহানে। এখান থেকে বছরে ২২ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদন করা যাবে।
গত জুলাই মাস থেকে সংযুক্ত আরব আমিরাতে ১৫ হাজার মানুষের ওপর সিনোফার্ম তাদের ভ্যাকসিনটির তৃতীয় ধাপের পরীক্ষা চালাচ্ছে। বড় আকারের এ পরীক্ষার ফল মূল্যায়ন করে ভ্যাকসিনটির কার্যকারিতা বোঝা যাবে। সিনোফার্ম তাদের ভ্যাকসিনটি পেরু, মরক্কো, ব্রাজিল ও পাকিস্তানে পরীক্ষা চালাবে। সূত্র: গ্লোবাল টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।