বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পুঠিয়ার শিবপৌকি দিঘি থেকে আব্দুল্লাহ (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে নিখোঁজ শিশুটির পরিবার। গতকাল শনিবার (২২ আগস্ট) সকাল ১১টার সময় পুঠিয়ার শিবচৌকির দিঘির কাছ থেকে নিখোঁজ হয় বলে পরিবারের দাবি। নিহত শিশু আব্দুল্লাহ উপজেলার সদর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের ডালমিল শ্রমিক বরজাহান আলীর ছেলে। শিশুটির পরিবারিক সূত্রে জানাগেছে, শনিবার সকাল ১১টার সময় নিহত শিশু আব্দুল্লাহ ও তার মা পুঠিয়া সদরের যাচ্ছিল। সেসময় শিশুটি তার মায়ের পিছন পিছন হাটছিলো। এসময় পুঠিয়া পৌরসভা কার্যালয়ের শিবচৌকির পশ্চিম পর্শ্বের এসে তার মা দেখতে পায় শিশু আব্দুল্লাহ তার পিছনে নাই। এর পর অনেক খোঁজাখুঁজি করে তার কোন খোঁজ পাওয়া যায়নি। পরে পরিবারের পক্ষ থেকে পুঠিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং পুঠিয়া সদরসহ এলাকায় মাইকিং করা হয়। রবিবার সকালে শিবচৌকির পূর্বপার্শ্বের এক মহিলা পুকুরে কিনারে শিশুটির লাশ ভাসতে দেখে এলাকাবাসিদের জানায়। পরে এলাকাবাসি নিখোাঁজ শিশু আব্দুল্লার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে আব্দুল্লার পরিবার তার মরদেহ উদ্ধার করে। এব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধরনা করা হচ্ছে শিশুটি শিবচৌকির দিঘির পানিতে পরে মারা গেছে। যেহেতু পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নাই তাই নিহত শিশুটির পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।