মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কলম্বিয়ায় চোরাকারবারী, সন্ত্রাসী ও সাবেক ফার্ক গেরিলা অনুসারীদের মধ্যে সংঘাতে ১৭ জন নিহত হয়েছেন। লাতিন আমেরিকান দেশটির নারিনো ও কাউকা প্রদেশে আলাদা সহিংসতায় ছয় জন করে মারা গেছেন। বাকি পাঁচজন মারা গেছেন আরাউকা প্রদেশের সহিংসতায়।
বার্তা সংস্থা সিএনএন জানায়, এ ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইট করেছেন দেশটির প্রেসিডেন্ট ইভান দুকে। হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে, সেখানকার মানবাধিকার সংস্থাগুলো।
দেশটির সশস্ত্র ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে বিভিন্ন সময় অন্য সন্ত্রাসী দলের গোলাগুলির খবর পাওয়া যায়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে। বিভিন্ন জায়গায় চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত কলম্বিয়ায় ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা।
সূত্র: সিএনএন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।