Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক বছরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৮৪৬ শিশু সহিংসতার শিকার

প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

যশোর ব্যুরো : গত এক বছরে (২০১৫) দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় অন্তত ৮৪৬ জন শিশু সহিংসতার শিকার হয়েছে। এর মধ্যে মেয়ে শিশু ৫৬১ আর ছেলে শিশু ২৮৫। তারা হত্যা, ধর্ষণ, পাচারসহ নানা ধরনের সহিংসতার শিকার হয়েছে। রাইটস সাংবাদিকদের কাছে শিশু সহিংসতার এই তথ্য উপস্থাপন করে। সূত্র জানায়, গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত  হত্যাকা-ের শিকার হয়েছে ১০৩ শিশু। এর মধ্যে ছেলে শিশু রয়েছে ৫৪ ও মেয়ে রয়েছে ৪৯ জন। এই সময়ে অন্তত ১১৪ জন শিশু পাচারের শিকার হয়েছে। এর মধ্যে ছেলে শিশু ৬৯ ও মেয়ে শিশু রয়েছে ৪৫ জন। ওই সময়ে দশ জেলায় ১২০ মেয়ে শিশু ধর্ষণ এবং ১০৮ মেয়ে যৌন নিপীড়নের শিকার হয়েছে।  অপহরণের শিকার ৮৫ জনের ৫২ জনই মেয়ে শিশু, ছেলে ৩৩। শারীরিক নির্যাতনের শিকার ৪৮ ছেলে ও ৩৩ মেয়ে মিলে মোট ৮১ জন। আত্মহত্যা করা ৯০শিশুর মধ্যে ৬৩ জনই মেয়ে এবং ২৭ জন ছেলে। বাল্যবিয়ের ৬৪টি ঘটনার মধ্যে ৬৩টির শিকার মেয়ে শিশু। নিখোঁজ ৫৮ শিশুর মধ্যে ৪০ জন ছেলে, মেয়ে ১৮। যৌতুক নিয়ে নির্যাতনের শিকার ৪ মেয়ে শিশু এবং এসিড নিক্ষেপের শিকার হয়েছে ৪ মেয়ে শিশু। পুলিশি নির্যাতনের শিকার হয়েছে ২ ছেলে শিশু। বিএসএফ’র হাতে নিহত হয়েছে ১ ছেলে ও ১ মেয়ে শিশু। বিএসএফ’র হাতে অপহৃত হয়েছে ৩ ছেলে ও ১ মেয়ে এবং নির্যাতনের শিকার হয়েছে ২ ছেলে। বিগত বছরটিতে রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছে ৫ ছেলে শিশু। রাইটস যশোরের ট্রেনিং অফিসার সরোয়ার হোসেন সাংবাদিকদের তথ্য দেয়ার সময় জানান, শিশু নির্যাতন কিংবা পাচার কমছে না বরং বাড়ছেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এক বছরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৮৪৬ শিশু সহিংসতার শিকার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ