বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দীর্ঘ এক মাস পর দৌলতদিয়া-রাজশাহী রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে হঠাৎ নদীতে বন্যার পানি বৃদ্ধি পাওয়ার কারণে গোয়ালন্দ বাজার হতে দৌলতদিয়া হেলিপ্যাড পর্যন্ত রেল লাইনটি পানিতে ডুবে যায়।
জানা যায়, বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় রেল লাইনটি সম্পূর্ণভাবে পানির নিচে ডুবে যায়। ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করলে যে কোন মুহূর্তে ঘটতে পারতো বড় ধরনের দুর্ঘটনা। তাই দুর্ঘটনা এড়াতে রেল কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধ করে দেয়। বন্যার পানি কমে যাওয়ায় রেল লাইনটি আবার মেরামত করে আগের মত স্বাভাবিকভাবে রাজশাহী টু দৌলতদিয়া ট্রেন চলাচল শুরু হয়েছে।
কুষ্টিয়া থেকে আসা যাত্রী মনোয়ার হোসেন বলেন, দীর্ঘ এক মাস পর ট্রেনে দৌলতদিয়া আসলাম। যাতায়াত নিরাপদ তাই ট্রেনে যাতায়াত করে থাকি। রাজশাহী থেকে আসা কাকলী আক্তার বলেন, অনেক দিন পর ট্রেনে রাজশাহী থেকে দৌলতদিয়া আসছি। মাঝে মাঝে ট্রেনে যাওয়া আসা করি। ট্রেন যাতায়াতটা খুবই নিরাপদ বলে ট্রেনে আসা যাওয়া করি।
স্টেশন মাস্টার আ. জলিল বলেন, চারিদিকে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় গোয়ালন্দ বাজার হতে দৌলতদিয়া হেলিপ্যাড পর্যন্ত রেল লাইনটি পানিতে ডুবে যায়। ঝুঁকি নিয়ে চলাচল করলে দুর্ঘটনা ঘটতে পারে তাই রেল কর্তৃপক্ষ ট্রেন বন্ধ রাখে। দীর্ঘ এক মাস পর আবার চলাচল শুরু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।